আমাদের কথা খুঁজে নিন

   

আইভীর শত কোটি টাকার উন্নয়ন ডুবল বৃষ্টিতে

মাত্র দুই ঘণ্টার বৃষ্টিপাতে ফুটে উঠেছে নারায়ণগঞ্জ সদ্য বিলুপ্ত পৌরসভার সাবেক মেয়র ডা. আইভীর শত কোটি টাকার উন্নয়নের চিত্র। গতকাল দুপুরের বৃষ্টিপাতে কোটি টাকার উন্নয়নের দাবিদার আইভীর মূল শহর প্লাবিত হয় জলাবদ্ধতায়। জেলার মূল শহর চাষাঢ়া থেকে শুরু করে ২নং রেলস্টেশনের রাজপথ-অলিগলি তলিয়ে যায় বৃষ্টির পানিতে। আইভী মেয়র থাকাকালীন শহরের জলাবদ্ধতা নিষ্কাশনে উপযুক্ত ব্যবস্থার দাবি জানানো হলে তিনি কর্ণপাত করেননি। ফলে গতকাল জলাবদ্ধতার জের বহন করতে হয়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের।

সরেজমিন ঘুরে দেখা যায়, গতকালের বৃষ্টিতে শহরের খাজা সুপার, সমবায়, প্যানেরমা প্লাজা, সায়াম প্লাজা, কালীবাজার গ্রিনলেজ ব্যাংকের মোড়, নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে শহরের রাজপথ পানিতে তলিয়ে গেছে। শহরের মূল রাজপথে রাস্তার নিচে যে ড্রেন রয়েছে তা উপচে নোংরা পানি বেরুচ্ছে। ড্রেনের ভেতর ময়লা জমে থাকলেও তা পরিষ্কারে মেয়র থাকাকালীন আইভী তেমন কোনো উদ্যোগ নেননি। এছাড়া জেলার বিভিন্ন খাল দিয়ে নিষ্কাশিত হতো জলাবদ্ধতার পানি। খাল ভরাট করে আইভীর মার্কেট নির্মাণের ফন্দিতে জেলার ঐতিহ্যবাহী বোটখালসহ বেশ কয়েকটি খালের মৃত্যু হয়েছে।

খাল ভরাট করে মার্কেট নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে জেলার পরিবেশ আন্দোলনের নেতারা প্রতিবাদ করলেও আইভী তখন তাদের কথা শোনেননি। গতকাল বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় শহরের পথচারীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। বিক্ষুব্ধ পথচারীদের অনেকেই আইভীর দাবি শত কোটি টাকার উন্নয়ন নিয়ে বিরূপ মন্তব্য করেন। পথচারী জসিম বলেন, মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের রাজপথ। এটাই কি আইভী আপার শত কোটি টাকার উন্নয়নের উদাহরণ।

এদিকে শহরের জলাবদ্ধতার ব্যাপারে জেলা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক মোস্তফা চৌধুরী বলেন, শহরের জলাবদ্ধতা নিষ্কাশনে বোটখালসহ বিভিন্ন খালের গুরুত্বপূর্ণ পয়েন্ট ভরাট করে ফেলা হয়েছে। সারা দেশে খাল বাঁচাতে সরকার মরিয়া। আর সাবেক মেয়র আইভী খাল ভরাট করে মার্কেট নির্মাণ করেছেন ব্যবসায়িক উদ্দেশে। তাই ভরাটকৃত খাল অচিরেই পুনরুদ্ধার করা না গেলে শহরের জলাবদ্ধতা সমস্যা চিরস্থায়ী দাঁড়াতে পারে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.