আমাদের কথা খুঁজে নিন

   

আইভীর কাছে খোলা চিঠি/রিপোস্ট

I am trying my best to learn. প্রিয় আইভী, আপনি আওয়ামীলীগের সবাই জানি। কিন্তু আওয়ামীলীগ এবং শেখ হাসিনা আপনাকে মনোনয়ন দেয়নি। আপনি নেতাদের ছিলেন না, ছিলেন জনতার। সেই জনতার সাথে আপনাকে বিতর্কিত করতে বাধ্য করা হল। নারায়নগঞ্জের মানুষ এবং সারা দেশের মানুষ আপনার সাথে ছিল, প্রধান কারণ শামীম ওসমানকে তারা অপছন্দ করতো।

আপনার সততা এবং দক্ষতাও তারা মনে রেখেছিল। কিন্তু প্রধান কারণ শামীম ওসমানের সন্ত্রাস। শামীম ওসমানের সাথে কেউ আপনাকে দেখতে চায়নি। তাহলে তারা আপনাকে ভোট না দিয়ে শামীম ওসমানকেই দিতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে সিডিউল দিয়ে আবার শামীমকে ডেকে এনেছেন, একসাথে বসিয়েছেন এবং সর্বোপরি একসাথে কাজ করতে বলেছেন।

জনগণ এসব কারণে আপনাকে ভোট দেয়নি। শামীমের সাথে একসাথে কি কাজ করবেন, ওনার চরিত্র এবং অভ্যাসে রয়েছে সন্ত্রাস, দখল এবং অপরাধ। ওনার সাথে একসাথে কাজ করা মানে সন্ত্রাস, দখল এবং অপরাধ করা। আপনি প্রধানমন্ত্রীকে দৃঢ়তার সাথে বলতে পারতেন, শামীমের সাথে এক পঙক্তিতে বসার লোক আপনি নন। একসাথে কাজ করবো না, বরং শামীম যাতে নারায়নগঞ্জে সন্ত্রাস না করতে পারে সেজন্য সচেষ্ট থাকবো।

প্রিয় আইভী, আমরা অত্যন্ত বেদনার সাথে আপনাকে দেখলাম প্রধানমন্ত্রীর রাজনীতির স্বীকার হতে। আপনাকে বিতর্কিত করা হল। শামীমের সাথে এক কাতারে বসানো হল। আপনিও আমাদের বিস্মিত করে একসাথে কাজ করার অঙ্গীকার করলেন। জনগণ অত্যন্ত ঝুঁকি নিয়ে আপনাকে সমর্থন দিয়েছে।

আপনি তাদের অর্থ দিতে পারেননি, নিরাপত্তা দিতে পারেননি। জনতা আপনাকেই নিরাপত্তা দিয়েছে, আপনি বলেছেন জনতাই আপনার সেনাবাহিনী। শামীম আপনার সমর্থককে ভোটের দিনও মারধর করেছে। সে কেন্দ্রীয় সিদ্ধান্তে আপাতত ভোল পাল্টিয়ে ময়ুরপুচ্ছ ধারন করেছে। তার কাকের শরীর বেরিয়ে আসতে সময় লাগবে না।

সে আপনাকে বিতর্কিত করে নারায়নগঞ্জ হতে বিতারিত করে নিউজিল্যান্ডে পাঠাবে। অথবা আপনার কাছাকাছি থেকে আরো ভয়ংকর কোন ঘটনা ঘটাবে। ওনার খুন, সন্ত্রাস করার অভিজ্ঞতা নতুন নয়। আমরা বুঝি মুন্নী সাহাকে কে হুমকী দিয়েছে? আমরা বুঝি সন্ত্রাসীরাই নরসিংদীর মেয়রকে হত্যা করেছে। আপনি কেন একজন সন্ত্রাসীকে প্রশ্রয় দিয়ে পাশে বসাবেন।

আমরা জানি এদেশে হাসিনা খালেদার দেশপ্রেম প্রশ্নবিদ্ধ। আমরা দেখেছি, মানুষ বলেছে আপনি হাসিনা খালেদার চেয়ে যোগ্য। আজ তাহলে কোন বিভ্রান্তিতে আপনি হাসিনার নির্দেশে শামীমেম সাথে চলতে চান। দুর্বৃত্তকে দূরে রাখুন, নিজে ভাল থাকুন এবং নারায়নগঞ্জবাসীকে ভাল রাখুন। প্রিয় আইভী, আমরা কোনভাবেই দেখতে চাই না শামীম আপনার পাশে আছে, আপনারা এক সাথে মিশে নারায়নগঞ্জের উন্নয়ন করতে পারবেন না।

আপনি হয়তো কাকড়া ধরার গল্প জানেন। কাকড়া ধরার ফাঁদে ছাদ থাকে না। একটি যখন উপর দিয়ে পালাতে চায় অন্যরা তখন তাকে টেনে নামায়। নারায়নগঞ্জে শামীমও আপনাকে টেনে নামাতে চাইবে। দুর্জনের ছলের অভাব হয় না।

আমরা বুঝি এটা শেখ হাসিনা এবং শামীম ওসমানের ছল। প্রিয় আইভী আপা আমার জন্ম একাত্তরে, স্বাধীনতার দিন আমার জন্ম। আপনাকে স্বাধীনতার দোহাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। ইতি আপনার ছোটভাইয়ের মতো রাফি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.