আমাদের কথা খুঁজে নিন

   

আইভীর বিজয়ে প্রধানমন্ত্রী খুশি

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে, সিটি করপোরেশনে দেশে প্রথমবারের মতো একজন নারী মেয়র নির্বাচিত হওয়ায় তিনি খুশি হন। গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তাঁর আনন্দের বিষয়টি প্রকাশ করেন বলে জানা গেছে। বৈঠকে কেবল মন্ত্রীদের উপস্থিতিতে তিনি নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে কিছু কথাবার্তা বলেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, নারায়ণগঞ্জের দুই মেয়র প্রার্থীই তাঁর কাছে এসেছিলেন।

দুজনকেই তিনি সমর্থন করেছেন। তবে আইভী বিজয়ী হওয়ায় তিনি খুশি হয়েছেন। এ প্রসঙ্গে তিনি অস্ট্রেলিয়ায় পার্থের নারী মেয়রের সঙ্গে কথোপকথনের বিষয়টি উল্লেখ করেন। তাঁকে তিনি বলেন, ‘তুমি একজন নারী মেয়র। আমার দেশেও একজন নারী মেয়র হতে যাচ্ছে।

’ সূত্র জানায়, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচন হয়েছে। একজন বিজয়ী হয়েছে। তা ছাড়া প্রার্থী-সমর্থন নিয়ে তিনি বা দলীয় সাধারণ সম্পাদক কিছু বলেননি বলেও জানান। প্রসঙ্গত, সাধারণ সম্পাদক দেশে না থাকায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মাহবুব উল আলম হানিফ অক্টোবর মাসের শুরুতে বলেছিলেন, দলের কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে ব্যক্তিগতভাবে শামীম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তবে গত ১০ অক্টোবর সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে শামীম ওসমানকে দলের সমর্থন দেওয়া বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমেই দলীয় সমর্থন কার দিকে, সে বিষয়টি প্রকাশ পেয়েছে।

নির্বাচনী আচরণবিধির মধ্য থেকে যতটুকু সমর্থন শামীম ওসমানের পক্ষে দেওয়া যায় ততটুকু সমর্থন তাঁকে দেওয়া হয়েছে। এদিকে, গতকালের বৈঠকে সেনাবাহিনী মোতায়েন না করা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে এমন কিছু ঘটনা ঘটেনি যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার, সবকিছুই করা হয়েছে। সবকিছুতেই সেনাবাহিনীর প্রয়োজন নেই। ডিসিসি দুই ভাগের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন: ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার প্রস্তাব চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এখন আইনটি পাসের জন্য সংসদে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন। প্রস্তাবিত আইনে ঢাকা মহানগরের ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি করপোরেশন গঠনের কথা বলা হয়েছে। মোশাররফ হোসেন ভূইঞা বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে পরমাণুশক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিয়ন্ত্রণে আইনি কাঠামোর উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজে আরও অগ্রগতি হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ‘বৃক্ষ সংরক্ষণ আইন, ২০১১’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনটি বাস্তবায়িত হলে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নিজস্ব ভূমি, বনভূমি এবং সর্বসাধারণের জায়গায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য গাছ সংরক্ষণের ঘোষণা দিতে পারবে। ২০১২ সালের ছুটি: মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১২ সালের ছুটির তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে। আগামী বছর সাধারণ ছুটি হবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি হবে আট দিন। তবে ছয় দিন সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় প্রকৃত সরকারি ছুটি ১৬ দিন হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.