যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। আমার সিওমেকিয়ান ১ বন্ধু টিউশনি করবে। খুবই মেধাবী ছাত্র। ছাত্রের মা তার ইন্টারভ্যু নিচ্ছেন-
"তা আব্বাজান করো কী?"
বন্ধু আমার চটপট উত্তর দেয়, "জি আমি ছাত্র। লিখাপড়া করি।
"
ছাত্রের মা বলেন, "ভালো ভালো। কোতায়?"
বন্ধু কনফিডেন্স নিয়ে উত্তর দেয়, "ওসমানী মেডিক্যাল কলেজে। " কিন্তু তারপর যা ঘটে যায়, তার জন্য বন্ধু প্রস্তুত ছিল না। মহিলাটি সমব্যথী হয়, আফসোস করে বলে ওঠে, "আহারে, চো চো চো। জাতীয় ভার্সিটিতে বুঝি চান্স পেলে না?"
বন্ধু কী বলবে ভেবে পায় না।
মুষঢ়ে পড়ে। লাভজনক টিউশনিটি বুঝি যোগ্যতার অভাবে হাতছাড়া হোয়ে যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।