(",)('.')(,")
কয়েকদিন আগের ঘটনা। মালিবাগ হতে রিকশা করে পল্টন যাচ্ছিলাম। কর্ণফুলী মার্কেট এর বিপরীত দিকের রাস্তার কাছাকাছি আসতেই হঠাত্ দেখলাম সামনের একটি গলি থেকে জনা দশেক লোক হৈ হৈ করে দুইজন লোককে তাড়া করে বের হল। রিকশা চালক ভয় পেয়ে তখনি রাস্তার ধারে রিকশা দাড় করে ফেলল। প্রথমে ভাবলাম হয়ত ছিনতাইকারী কিন্তু ধাওয়া খাওয়া লোক দুজনের মধ্যে একজন আবার টাই (শুধু টাই না প্যান্ট, শার্ট, জুতাও ছিল) পরিহিত ভদ্রলোক গোছের দেখে খুবই অবাক হলাম।
একজন পালাতে সক্ষম হলেও টাই পড়া লোকটা রাস্তাপার হয়ে পালাতে গিয়ে পাবলিকের হাতে ধরা খাইল। লোকটাকে টেনে হিঁচড়ে ধরে এনে সবাই মিলে গণধোলাই দেয়া শুরু করল। এই প্রথম একদম সামনা সামনি গণধোলাই দেয়া দেখলাম। সমানে ঘুষি আর লাথি পড়তে থাকলে লোকটা হাউমাউ করে কাঁদতে লাগলো। গণধোলাই কাহাকে বলে দেখলাম।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে ঘটনা জানার চেষ্টা করলাম। বিস্তারিত জানতে না পারলেও যা বুঝলাম, ধোলাইকৃত ব্যাক্তিটি “অনুসন্ধান” নামক একটি টিউশন মিডিয়া পরিচালনা করে। টিউশনি দেয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিলেও টিউশনি দিতে নানারকম টালবাহানা অজুহাত দেখাত আর টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করত। অনেকেরি টাকা মেরে দিয়ে অনেকদিন যাবত ঘুরাচ্ছিল। এভাবে অনেকেই ভাল টিউশনি পাবার আশায় হাজার খানেক করে টাকা দিয়ে টিউশনিও পায়নি টাকাও ফেরত পায়নি।
তাই গণধোলাইটি ছিল সেইসব ভুক্তভোগীদের ক্রোধের বহিঃপ্রকাশ।
কাজেই যারা টিউশনির সন্ধানে আছেন, কোন টিউশন মিডিয়ার সরনাপন্ন হওয়ার আগে ভালমত খোঁজ খবর নিয়ে নিবেন ও প্রতারকদের হাত থেকে সাবধান থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।