আমাদের কথা খুঁজে নিন

   

টিউশনির গল্প...২



আমার ক্লাশ সেভেন এ পড়া ছাত্র সেদিন আমাকে জিজ্ঞাসা করল, “স্যার বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত লোক কে?” আমি মুহূর্তের জন্য একটু দিশেহারা হয়ে গেলাম... তাই তো বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি কে, চিন্তা করে দেখিনি কোন সময়? তারপরেই মনে হল, ডঃ মুহাম্মদ ইউনুস’র নাম বলা মনে হয় সবচেয়ে নিরাপদ হবে... আমি তাই বললাম। তো পরের প্রশ্ন শুনতে পেলাম তার পরপরই... “উনি কেন বিখ্যাত? নোবেল পুরষ্কার পেয়েছেন এজন্য?” আমি বললাম, “হ্যা এটি একটা কারণ অবশ্যই।” “উনি নোবেল পুরষ্কার পেলেন কেন?” বললাম, “উনি নোবেল পুরষ্কার পেয়েছেন শান্তিতে, গরীবের ব্যাংকার বলা হয় তাকে। 'ক্ষুদ্র ঋন' ধারনার স্রষ্টাও তিনি। গ্রামীন ব্যাংক সারা পৃথিবীর কাছে এখন মডেল। যদিও তিনি অর্থনিতীবিদ তারপরেও প্রান্তিক মানুষদের কে ঘিরেই উনি কাজ করেছেন, করছেন।” বেমক্কা প্রশ্ন এবার, “স্যার উনি শান্তিতে নোবেল পেয়েছেন কেন? সারাদিন চুপচাপ বসে থাকতেন বাসাতে, নাকি দুষ্টামি কম করতেন!” আমি এই কথা শুনে হতবাক কিছুক্ষনের জন্য, হাসব না কাঁদব ঠিক বুঝে উঠতে পারলাম না। এই পোলা কয় কি এইডা? বললাম, “বাবা শোনো, উনি যে ধরনের উচু মাপের মানুষ তা আমার মত ‘নাদান’ ব্যক্তি ঠিক ব্যাখ্যা করে বোঝাতে পারব না। তুমি যে কারন তার নোবেল প্রাইজ পাবার কারণ ভাবছ তাই যদি হত তবে নরওয়ে শান্তিতে নোবেল প্রাইজ দিতে দিতেই ফতুর হয়ে যেত! টিউশনির গল্প...১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।