আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার রাজনীতি

এরশাদ,শাবনুর, অপু বিশ্বাস আর নিজামী একসাথে ট্রেনে করে একটা আঞ্চলিক অনুষ্ঠানে যোদ দিতে যাচ্ছে। হটাৎ গাড়ি একটা টানেলের ভিতর ঢুকে পড়ল। তার পরপরেই ওরা প্রথমে একটা চুমু ও তার সাথে সাথে একটা থাপ্পরের আওয়াজ শুনতে পেল। একটু পর ট্রেন টানেল থেকে বের হল। কেউ কোনো কথা বলছে না, খালি এরশাদ তার গালটা ধরে হাতাচ্ছেন। ওখানটা লাল হয়ে আছে। বুঝা গেল চড় কাকে মারা হয়েছে। শাবনুর ভাবছে: নিশ্চই এরশাদ চাচা অপু বিশ্বাসকে চুমুখেতে গিয়ে চড় খেয়েছেন !! নাহ বেটা এই বয়সেও ভাল হল না !! অপু বিশ্বাস ভাবছে: এরশাদ আঙ্কেল মনে হয় আমাকে চুমু খেতে গিয়ে ভুলে শাবনুর আপাকে চুমু খেয়ে ফেলেছে.... .....আর তাই শাবনুর আপা বেটাকে দিয়েছে থাপ্পর !! ঠিক হয়েছে !! এরশাদ ভাবছেন: নিজামী শালা মনে হয় অপু বিশ্বাসকে চুমু দিছে !! আর শালি অন্ধকারে থাপ্পর মেরেছে আমাকে !! নাহ দেশটা রসাতলে গেল !! নিজামী ভাবছেন: আল্লাহ আবার আরেকটা টানেল পাঠাও..... . আবার চুমার শব্দ কইরা হালার পুতেরে কষায়া আরেকটা চড় মারি !! আগের বার বেশি জোড়ে দিতে পারি নাই। এইবার কানপট্টী লাল কইরা ফালামু হারামজাদার !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.