বি এস এফ বিপাত যাক “আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রিয় ও
সম্মানীয় মুক্তিযোদ্ধারা শুধু নিজের
কথা ভেবে, দেশে বৈষম্য
সৃষ্টি হবে ভেবে তো মুক্তিযুদ্ধ
করেননি।
বরং বৈষম্য দূর করে সুন্দর বাংলাদেশ
গড়ার প্রত্যয়েই তাঁরা মুক্তিযুদ্ধে অংশ
নিয়েছেন।
মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং মা-
বোনদের সম্ভ্রমের
বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে মনে হয়
আমরা দিন দিন পদাবনত
করে ফেলছি নানা অজুহাতে।
কখনও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আবার
কখনও প্রকৃত মুক্তিযোদ্ধা - এ
নিয়ে বাহাস আর ভালো লাগে না।
একই ধরনের বাহাস শুরু হয়েছে মহান
মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুযোগ-
সুবিধা বা কোটা নিয়ে।
একজন মুক্তিযোদ্ধার সন্তান
হিসাবে কোটা পদ্ধতির
মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সন্তানদের
অযথা মেধা নষ্ট করার এই
দুরভিসন্ধি বন্ধ করার আহ্বান
জানাচ্ছি।
আমি আমার মেধায় কোনো কাজ
করতে পারলে করব, না হলে করব না।
আমার বাবার মুক্তিযোদ্ধা পরিচয়টুকু
কোনো রাজনৈতিক দলের হাতিয়ার
হতে পারে না। আমার বাবা পুরো দেশের
জন্যই যুদ্ধ করেছিলেন। শুধু আমার জন্য
নয়।
পিএসসি কি কথাটা বুঝতে পেরেছেন?”
_বাংলাদেশের প্রথম
এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।