আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন গোলক ধাঁধা ?

মনে প্রাণে ঘৃণা করি রাজাকার। পাকিস্তানের দালালি করার শখ থাকলে এখানে ল্যাদাতে না আসার জন্য বলা হচ্ছে। আমাদের দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামীলীগ এবং বিএনপি। দল দুটার অংগসঙ্গঠন গুলার কি ভয়াবহ অবস্থা সেটা কি কেউ খেয়াল করে দেখেছেন আপনারা? আসুন আমরা একটা তালিকা করার চেষ্টা করি...। আওয়ামী লীগ: ১।

বাংলাদেশ আওয়ামী লীগ ২। ছাত্রলীগ ৩। যুবলীগ ৪। স্বেচ্ছাসেবী লীগ ৫। মৎসজীবী লীগ ৬।

শ্রমিক লীগ ৭। ওলামা লীগ ৮। বাস্তুহারা লীগ ৯। মহিলা লীগ ১০। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ১১।

বঙ্গবন্ধু ও চার নেতা পরিষদ ১২। শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ১৩। স্বাধীনতা চিকিৎসক পরিষদ বিএনপি: ১। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২। ছাত্রদল ৩।

যুবদল ৪। মহিলা দল ৫। স্বেচ্ছাসেবী দল ৬। মৎসজীবী দল ৭। শ্রমিক দল ৮।

ওলামা দল ৯। বাস্তুহারা দল ১০। Doctor's association of Bangladesh . . . . . . এবং আমার না জানা আরো অনেক গুলো। এবার চলুন দেখি এদের কমিটি গুলো কোন কোন পর্যায়ে। ১।

জাতীয় ২। মহানগর/বিভাগ ৩। জেলা ৪। থানা ৫। ওয়ার্ড/ইউনিয়ন উপরের প্রতিটি ছোট দলের এই প্রতিটি পর্যায়ে কমিটি আছে।

তার মানে ধরা যাক যুবদল বা লীগ এর জাতীয়,মহাগর,জেলা,থানা,ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে একটা করে কমিটি আছে। তারোপর ছাত্রদল বা লীগ এর আবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি. . . একেক টি কমিটি তে ২৫-৩০ জন করে সদস্য। এবার আপনারা হিসেব করে দেখুন আমাদের সোনার দেশে সোনার ছেলের সংখ্যা কত। এইসব সোনার ছেলেরাই দেশের বিভিন্ন পর্যায়ে হাসপাতাল,বাস-টেম্পু স্ট্যান্ড, হাট-বাজার,শপিং মল এ এদের প্রভাব খাটায় , অবৈধ টাকা পকেটে ভরে। আজকাল "ডিজিটাল" যুগে শুরু হয়েছে আরেক তামাশা।

রাস্তা ঘাটে বের হলেই চোখে পরে নানান রঙ এর সাইনবোর্ড। উদাহরণ দেয়া যাক. . . হাসু ভাই কে চোরাগলি যুব দল/লীগ এর চাঁদা আদায় বিষয়ক সম্পাদক মনোনীত করায় কাসু ভাই, হিসু ভাই, বাংলাদেশের ভবিষ্যৎ বারেক/ভয়, দেশনেত্রী/দেশরত্ন . . . . কে প্রাণঢালা শুভেচ্ছা। সৌজন্যে: খবিশ আহাম্মদ প্রচারে: মফিজ মিয়া ( সাথে আবুল মার্কা ছবি must ) ১০০-২০০ টাকা খরচ করেই কি সুন্দর নিজের নাম ফাটানোর ব্যবস্থা ! ভালো করে খোঁজ নিলে দেখা যাবে এদের অনেকেই স্কুল এর গণ্ডি পেরিয়ে কলেজ অবধি যেতে পারেনি। যার প্রমাণ মেলে যখন শুনি ইউনিয়ন নির্বাচনে অর্ধেকের বেশি প্রার্থী আবেদন পত্র পূরণ করতে পারেনাই। ৫০ টাকার বিনিময়ে সারা দেশে নানা লোক তাদের আবেদন পত্র পূরণ করে দিয়েছে! এই গোলক ধাঁধায়, এই নিপাট গবেট গুলোর হাতেই বন্দি আমাদের ভবিষ্যৎ? পরিশিষ্ট: অনেকে যারা রাজনীতি তে জড়িত তারা হয়ত আমাকে বলবেন রাজনীতির 'রা' না জেনেই এতখানি গলাবাজি করে ফেলেছি।

তাদের কে বলছি . . . আমি দেশের সর্বোচ্চ পর্যায় এর একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম সারিতে থেকেই রাজনীতি করেছি কোন এক কালে. . . সেই সুবাধে এই "বাঁশনীতির" নোং রামি আমি খুব কাছ থেকে দেখেছি। ভার্সিটি লেভেল এর শুরুর দিকে দেশের প্রতি অনেক অনেক মমতা আর কোন এক মহান নেতার ব্যক্তিত্ব ও আদর্শ বুকে নিয়ে মিছিলে স্লোগান দিয়েছিলাম গলা ফাটিয়ে. . . কিন্তু আজকের বাস্তবতা তার থেকে যোজন যোজন দূরে। এখানে কোন আদর্শ নেই এখন আর। আছে শুধু লোভ,লোভ আর জিঘাংসা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.