আমার আমি কে খুঁজি
আমার জানালার শিকে মাকড়শার বসতি
মাকড়শাগুলি আপন মনে দু্লে চলছে
দূর আকাশে মেঘ করেছে
ঠান্ডা বাতাস বইছে
শরীলে হীমশিতল অনভূতি
তাকিয়ে আছি মাকড়শার জ্বালের দিকে
হঠাৎ এক দমকা হাওয়া এসে
ভেঙে দিয়ে গেল ওদের ঘর
***ঘর ছারা মন দেপান্তরে, ঘর খুজে যাই মনের ঘরে
নাহি খুজে পাই আমি ঘরের ঠিকানা,অবোধ মনে সাতরে বেড়ায় দিন দুনিয়ায়
মন চিনেনাই ঘরের মানুষ শুধু খুজে যায়
নিজের ঘর চিনে নাও মন, মনের ঠিকানায়
আপন আপন করে বেড়াও আপন কেহ নয়
মনের মানুষ ছাড়া তোমার আপন কেহ নয়
মন খুজে নাও মনের মানুষ মনের ঠিকানায়....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।