শাফিক আফতাব------------- সন্ধ্যার আঁধারে তুমি কত কত দিন নিবিড় হয়েছিলে : এই মধ্যবয়সে মনে হলে লজ্জা করে আবার লাগে ভালো । কানে কানে তুমি কী যেন বলেছিলে ; আর তাতেই মনের মধ্যে আমার জ্বলেছিলো আলো। সকল মানুষের শ্বাসে আমি গন্ধ পেতাম, অথচ তোমার শ্বাসে প্রশ্বাসে গোলাপ ফুটতো যেন ত্বরায় _ কাছে এলে আপনাই খুলে যেতো বুকের বোতাম ; আমি যেন পুড়ে যেতাম চৈত্রের ক্ষরায় ! তোমার কাছে হতাম আমি এক আবহমান শিশু, একটু প্রেম আর ভালোবাসার লাগি কাতর-বিভোর ; তুমি বলেছিলে আজ না, হবে আগামী পরশু_ ওদিকে ঘাঘটের জল কলকল মনের ভিতর। সন্ধ্যা আজো আসে, সে বুড়িয়ে যাইনি, আছে অবিচল আমরা নেই , আছে আমাদের পুরনো শার্ট আর শাড়ির আঁচল। ১২.০৭.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।