আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যার নদী

কবিতা লিখি - কবিতা ভালোবাসি........ সন্ধ্যার নদীকে দেখলাম ! কী যে সুন্দর শিরি-সুরাঙ্গনা নদী ! গোধূলীর রঙ মেখে গায়ে সুরেলা সরণে হেঁটে আসে ! ইশারায় কাছে ডাকলাম - খুব কাছে , একান্তে এমন - পাশাপাশি ; ঘাসরঙ শাড়ী তার আমার শরীর ছুঁয়ে গেলো ! কী যে স্নিগ্ধ - ছায়াকর , কী যে সুনন্দ সুন্দর! ললাটে সূর্যের টিপ - দিগন্তের উচ্ছল উচ্ছ্বাস ; চুল তার উড়ু উড়ু নীলিমার ছায়া - সন্ধ্যার বাতাসে উড়ে ! কী দারুণ অরুণিম , কী যে মায়াময - গ্রীবার বাঁধন ভাঙা উড়সিজ ঢেউয়ের নাচন ! অনিবার হাত বাড়ালাম । দেখি - ছুঁয়ে ছুঁয়ে দেখি , হাজার বছরে জাত সুধা ও সুন্দর ! সাগরের গভীরতা - জলজ জড়ুল , ছুঁয়ে দেখি পাখির পালক ঠোঁট ; হৃদয়ের গহীনে হৃদয় ! সহসা মুখর - নাচের মুদ্রায় বাজে জলের নূপুর ! নক্ষত্রের ভেজা চোখ কুয়াশার মতো গাঢ় হয় ; বুকের বিসারে মেশে ধুপছায়া নদী !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।