আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যার হাওয়া



মিষ্টি মধুর হাওয়াগুলো যখন মাথার উপর দিয়ে, বয়ে যায় তার তুলতুলে নরম হাতে মাথাটাকে বুলিয়ে। কি আনন্দ লাগে যে তখন, ঘুমিয়ে পড়েছি আমি যে কখন, টের পাইনি মোটেও। হাওয়ার কথা ভুলতে পারিনি ঘুম থেকে উঠেও। চারিদিকে তখন ঘনিয়ে এসেছে আধাঁরে ঘেরা সাঁঝ, ইচ্ছে করছে হারিয়ে যেতে ঐ আধাঁরে আজ। জানি না আর পাবো কি কখনো এমন স্নিগ্ধ সন্ধ্যা। সন্ধ্যাকে তাই করছি বরণ দিয়ে রজনীগন্ধা। সেদিন থেকে এখনো সেই আধাঁর সন্ধ্যাবেলা, আমার মনে মহা আনন্দে দিয়ে যায় শুধু দোলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।