আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যার ফুল

কিছু কথা থাকে যা কখোনো শেষ হয় ন........

জীবনে চাওয়া পাওয়ার হিসেব কখনও মিলে না । মানুষের চাওয়া পাওয়া গুলো সন্ধ্যা মালতী ফুলের মত,যে ফুল সন্ধ্যায় ফুটে আর সূর্য উদয়ের সাথে সাথে নিস্তেজ হতে হতে এক সময় ঝরে যায় ,এর মাঝে মাঝে কোন কোন ফুল দিয়ে দেবীর পূজো দেওয়া হয় আর কিছু কিছু ফুল মাটিতে মিশে যায়। মানুষের জীবনে চাওয়া পাওয়া গুলো সে রকম, অনেক কিছু চাওয়ার থাকে কিন্তু সামান্য কিছু পাওয়া যায়। যে সামান্য কিছু পাওয়া যায় তা নিয়ে সাময়িক ভাবে তৃপ্তি পাওয়া যায় কিন্তু তার স্থায়িত্ব কত সময়........................................................ ভালবাসার অতীত টাকে আজ অনেক বিবর্ন মনে হচ্ছে। যেখানে থাকার কথা ছিল রংধনু, সেখানে আজ ধূসর প্রান্তর।

অনেক সাধনার ফলে জ্বালানো প্রদীপ আলো দিচ্ছে কিন্তু সেই আলোতে আলোকিত হতে পারিনি । আজ মনে হয় প্রদীপের আলোতে আলোকিত না হয়ে শুধুই বুক পুড়ছে । বুকের পাজঁর গুলো আজ কাপঁচ্ছে তবে তা কোন সুখের বাতাসে নয়, দুঃখের ঝড়ে। আজ মনে হয় তার ভয়ের আড়ালে লুকিয়ে ছিল এড়িয়ে চলার কোন অভিলাষ । তার কথার মাঝে লুকিয়ে ছিল না বলা ঘৃনা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।