শাফিক আফতাব............ রাত্রি ধীরে ধীরে গভীর হলো, ঘুমের ঘোরে ঢুলু ঢুলু ক্লান্ত শহর_ ক্রমশ নিঃসঙ্গতা বাড়তে থাকলো আমার, স্মৃতির জোনাকীরা ঝাউয়ের শাখা হতে ক্রমাগত বেরুতে থাকলো ; ধীরে ধীরে পৃথিবীলোক থেকে সরে আমি কোথায় উধাও হারালাম ? অন্ধাকারে চোখ মেলে দেখি নীল লাল দীপাবলি জ্বলছে কত অনাদীকাল: কত র্কীতি, সভ্যতা, কত কবিতা গল্প আর মানুষের ঘামের সংগ্রাম, কত কিছু ঢেকে গেছে বালুর আস্তরণে, নদীর পলির নীচে, কত প্রেম কাম ; আমরা যেন মাছ, পাখি, আর শস্যের ক্ষেত, কে যেন ফেলেছে জাল। কত প্রেম, কত কাম, ভালোবাসা, কাছে আসা, আর মধুর সম্পর্কের তার : সব কেটে ফেলে গভীর রাতে আমি অনন্তে হারাই শাশ্বত সুন্দরের কাছে, সব পর হয় একমাত্র নিবিড় নিবিষ্ট আপন হয় রাতের নির্জন আঁধার_ সবকিছু পণ্ড হয়, ধ্বংস হয়, অহেতুক যেন _ যা পেয়েছি ভালোবেসে। আঁধার আমাকে দেয় অনন্তের স্বাদ জীবন এতো সুন্দর তাই, অথই অগাধ। ১২.০৭.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।