আমাদের কথা খুঁজে নিন

   

হাসিঃ মন খারাপ হলে কৌতুক শুনুন..........

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। হাসপাতালের বেডে আহত এক ট্রাক ড্রাইভারের জবানবন্দিঃ ৮০ মাইল বেগে ট্রাক চালাচ্ছিলাম। দেখলাম একটা প্রাইভেট কার এগিয়ে আসছে। তাকে সাইড দিলাম। তারপর দেখি একটা ট্রাক।

তাকেও সাইড দিলাম। শেষে দেখি একটা ব্রিজ এগিয়ে আসছে। সেটাকেও সাইড দিলাম। তারপরে আর মনে নেই। ======================================= ফাঁকি মারার ধান্ধাঃ হাবলু ও ট্যাক্সি ড্রাইভারের মধ্যে কথোপকথন— ট্যাক্সি ড্রাইভার: স্যার, ট্যাক্সির পেট্রল শেষ হয়ে গেছে।

গাড়ি আর সামনে যাবে না। এখানেই নেমে পড়ুন। হাবলু: এত ফাঁকি মারার ধান্ধা করো কেন? গাড়ি সামনে যাবে না, তাহলে পেছনে নিয়ে যাও। আমাকে যেখান থেকে উঠিয়েছ, সেখানে দিয়ে এসো। ======================================== ড্রাইভিং লাইসেন্সঃ ট্রাফিকঃ আপনার ড্রাইভিং লাইসেন্স দেখি।

চালকঃ কিন্তু স্যার, আমিতো খুব সাবধানে চালাচ্ছি, বেআইনি কোন কিছু করিনি। ট্রফিকঃ সেজন্যইতো সন্দেহ হচ্ছে। ======================================== বসরে ক্যামনে হাত করলিঃ দুই ড্রাইভার আড্ডা দিচ্ছে— কি রে, শুনলাম তোর নাকি চাকরি যায় যায় অবস্থা! আজকেও দেখি গাড়ি নিয়ে বের হয়েছিস! বসরে ক্যামনে হাত করলি? হে হে, ঘটনা আছে! চাকরি যাওনের কথা শুইনাই ইচ্ছা কইরা দামি গাড়িটার একটা হেডলাইট দিছিলাম ভাইঙ্গা! তারপর? তারপর আর কী! বস কইল আগামী ছয় মাসে হেডলাইট ভাঙা বাবদ যত খরচ পড়ে তত টাকা আমার বেতন থেইকা কাইটা রাখব। তাতে কী, ছয় মাসের জন্য তো চাকরিটা একদম পাক্কা! ======================================== লাইসেন্স জিনিসটা দেখতে কেমনঃ ট্রাফিক পুলিশ সর্দারজিকে গাড়ি চালানোর সময় আটক করলেন। পুলিশ: লাইসেন্স দেখি।

সর্দারজি: (অনেকক্ষণ নিজের ব্যাগ ঘাঁটাঘাঁটি করে) আচ্ছা, লাইসেন্স জিনিসটা দেখতে যেন কেমন? পুলিশ: আহাম্মক! লাইসেন্স হলো সেই জিনিস, যেখানে তোমার নিজের ছবি দেখতে পাওয়া যায়। সর্দারজি আরও কিছুক্ষণ ব্যাগ ঘাঁটাঘাঁটি করে একটা আয়না বের করতে করতে বললেন, ‘পেয়েছি!’ ======================================== আমাকেই কেনঃ গতিসীমার চেয়ে দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে বল্টুকে আটক করল ট্রাফিক পুলিশ। বল্টু: অনেকেই আমার মতো দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। আপনি আমাকেই কেন আটক করলেন? পুলিশ: আপনি কি কখনো মাছ ধরতে গেছেন? বল্টু: হ্যাঁ! কিন্তু কেন? পুলিশ: কখনো কাউকে একসঙ্গে সব মাছ ধরতে দেখেছেন?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।