জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
দুবাইতে ভরিদের মসজিদের সামনে এই রকম দৃশ্য দেখা যায়। প্রতিটি সেন্ডেল এইভাবে লক করা থাকে।
===========================================
দুই বন্ধুর কীর্তিঃ
দুই ব্যক্তি একটি সফরে যাত্রা করেছিল। পথিমধ্যে দুইজনই ক্ষুধার্ত হয়ে পড়েছিল।
তখন তারা স্থির করলো তারা রান্না করবে।
একজন বললোঃ আমি বাজারে গিয়ে সওদা করে নিয়ে আসছি, ততক্ষণ জঙ্গল থেকে কিছু জ্বালানী কুড়িয়ে নিয়ে এস।
দ্বিতীয় জন বললোঃ দোস্ত তুমি জান না আমি এই বিরাট সফরের দ্বারা কতটা ক্লান্ত হয়ে পড়েছি। আমার পক্ষে এখন জ্বালানী কুড়ানো সম্ভব নয়।
প্রথম ব্যক্তি বেচারা নিজেই বাজার থেকে সওদা কিনে আনলো এবং নিজেই জঙ্গলে গিয়ে জ্বালানী কুড়িয়ে আসলো।
এরপর সে বললোঃ এবার তুমি ভাই আগুন ধরাও, আমি চাউল গুলো ধুয়ে নিই।
দ্বিতীয় ব্যক্তি বললোঃ এতটা ধৈর্য কোথায়? আমার শরীর একেবারেই ভেঙ্গে পড়েছে।
প্রথম ব্যক্তি কাজ দুইটি একাই করলো। এরপর বললোঃ আমি তরকারী কেটে নিচ্ছি, তুমি বসে বসে ভাতের হাড়িতে আগুন দিতে থাক।
দ্বিতীয় ব্যক্তি বললোঃ বসে থাকা আমার পক্ষে মরণ।
দীর্ঘ সফরে হেটে আমার পা দুইটা ব্যাথায় চুরমার হয়ে যাচ্ছে।
অতঃপর প্রথম ব্যক্তি ভাত-তরকারী সব একাই রান্না করে বললোঃ এসো ভাই খাবার খেয়ে নাও।
তখন সে বললোঃ অনেকক্ষন থেকে দোস্ত তোমার সব কথা অমান্য করে আসছি। আর কত অমান্য করা যায়? বার বার অমান্য করতে আমার লজ্বা লাগছে। দাও অন্ততঃ খাবারটা খেয়ে নিই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।