আমাদের কথা খুঁজে নিন

   

হাসিঃ বিয়ের সাজে সজ্জিত বধুর উক্তি

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
এক বিয়েতে কনেকে সুন্দর করে সাজিয়ে তার বান্ধবীরা পালকীতে তুলে দেওয়ার সময় চিবুক স্পর্শ করে বললো ‍"সখি আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে।" কনে বললো, "তোমরা শত শত বান্ধবী ও যদি আমাকে সুন্দর বল তবুও আমি সুন্দর হতে পারি না সখি, যতক্ষণ না সে একজন আমাকে সুন্দর বলছে যার জন্য আমার এত সাজ গোজ।" সত্যিই সুন্দর কথা! যার জন্য আমাদের জীবন মরণ সেই আল্লাহ যদি আমাদেরকে ভাল না বলেন তবে লোকে ভাল বললে কী আসে যায়? এলেম ও আমল পৃষ্টা ২৯২ (সূত্রঃ মুসলমানের হাসি, পৃষ্টা ১৩৩)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।