আমাদের কথা খুঁজে নিন

   

মনিকা লিউনস্কি যৌন বিতর্কে স্টিভ জবসের পরামর্শ চেয়েছিলেন ক্লিনটন

অদ্ভুত পৃথিবী ১৯৯৮ সালে মনিকা লিউনস্কি কেলেঙ্কারিতে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রচণ্ড চাপের মুখে, তখন তাকে পরামর্শ দিয়েছিলেন ইলেক্ট্রনিক-জায়ান্ট অ্যাপলের প্রয়াত প্রতিষ্ঠাতা স্টিভ জবস। ক্লিনটন এ ব্যাপারে পরামর্শ চাইতে টেলিফোনে সরাসরি কথা বলেছিলেন তার সঙ্গে। জবসের ওপর লেখক ওয়াল্টার আইসকেসনের লেখা একটি আত্মজীবনীমূলক গ্রন্থে এ চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করা হয়েছে। নতুন এ বইটি আজই বাজারে ছাড়া হচ্ছে। আত্মজীবনীমূলক এ গ্রন্থে স্টিভ জবসের ৪০টিরও বেশি সাক্ষাৎকার ও তার পরিবার, বন্ধুবান্ধব, সহযোগী ও প্রতিদ্বন্দ্বীদের অসংখ্য মন্তব্য সংযোজন করা হয়েছে।

এদিকে নতুন ও তথ্যটি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে তো বটেই, সারা বিশ্বেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৯৯৮ সালে ক্লিনটন যখন প্রচণ্ড সমালোচিত তখন কিভাবে এ যৌন কেলেঙ্কারির ব্যাপারটি সামাল দেবেন, সে সম্পর্কে পরামর্শ নিতে একদিন রাতে ফোন করলেন জবসকে। ক্লিনটনের কাছে সবকিছু শুনে স্টিভ জবস বলেছিলেন- আমি জানি না, আপনি এ ধরনের কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন কিনা। তাই যদি হয়, তবে তা দেশের মানুষের কাছে খুলে বলুন। তিনি যখন ক্লিনটনকে এ পরামর্শ দিলেন।

তখন টেলিফোনের অন্য প্রান্তে নেমে এলো নীরবতা। বেশ খানিকক্ষণ চুপ করেই ছিলেন সাবেক প্রেসিডেন্ট। আর সে কারণে ঠিক বোঝা গেল না, এ পরামর্শ তার মনঃপূত হয়েছিল কিনা। আরও চাইলে এখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.