অদ্ভুত পৃথিবী ১৯৯৮ সালে মনিকা লিউনস্কি কেলেঙ্কারিতে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রচণ্ড চাপের মুখে, তখন তাকে পরামর্শ দিয়েছিলেন ইলেক্ট্রনিক-জায়ান্ট অ্যাপলের প্রয়াত প্রতিষ্ঠাতা স্টিভ জবস। ক্লিনটন এ ব্যাপারে পরামর্শ চাইতে টেলিফোনে সরাসরি কথা বলেছিলেন তার সঙ্গে। জবসের ওপর লেখক ওয়াল্টার আইসকেসনের লেখা একটি আত্মজীবনীমূলক গ্রন্থে এ চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করা হয়েছে। নতুন এ বইটি আজই বাজারে ছাড়া হচ্ছে। আত্মজীবনীমূলক এ গ্রন্থে স্টিভ জবসের ৪০টিরও বেশি সাক্ষাৎকার ও তার পরিবার, বন্ধুবান্ধব, সহযোগী ও প্রতিদ্বন্দ্বীদের অসংখ্য মন্তব্য সংযোজন করা হয়েছে।
এদিকে নতুন ও তথ্যটি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে তো বটেই, সারা বিশ্বেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৯৯৮ সালে ক্লিনটন যখন প্রচণ্ড সমালোচিত তখন কিভাবে এ যৌন কেলেঙ্কারির ব্যাপারটি সামাল দেবেন, সে সম্পর্কে পরামর্শ নিতে একদিন রাতে ফোন করলেন জবসকে। ক্লিনটনের কাছে সবকিছু শুনে স্টিভ জবস বলেছিলেন- আমি জানি না, আপনি এ ধরনের কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন কিনা। তাই যদি হয়, তবে তা দেশের মানুষের কাছে খুলে বলুন। তিনি যখন ক্লিনটনকে এ পরামর্শ দিলেন।
তখন টেলিফোনের অন্য প্রান্তে নেমে এলো নীরবতা। বেশ খানিকক্ষণ চুপ করেই ছিলেন সাবেক প্রেসিডেন্ট। আর সে কারণে ঠিক বোঝা গেল না, এ পরামর্শ তার মনঃপূত হয়েছিল কিনা।
আরও চাইলে এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।