আমাদের কথা খুঁজে নিন

   

'মনিকা আবার কবে আসবেন?' : : অভিনন্দন হে বাবুরাম সাপুড়ে

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

। 1। তিনি এসেছিলেন । জ্যাম জট,ধূলো, শ্যাওলা-ময়লার এই নারকীয় ম্যানহোলে । মার্কিন মুলুকে তিনি অনেক নাম কামিয়েছেন , অপেরাতে নাকি বাদ্য-বাজনা করেন ।

এই নারকীয় ম্যানহোলের জাতীয় মঞ্চে ও তিনি পিয়ানো বাজিয়েছিলেন । আমাদের মন্ত্রী-যন্ত্রী, আমলা-গামলা,বুদ্ধিজীবিরা সে বাজনায় বিমোহিত হয়েছিলেন । আমরা অভাজনরা টিভির পদর্ায় আর খবরের কাগজের পাতায় তার ছবি দেখে ই ধন্য হয়েছিলাম । তিনি ফিরে গিয়েছিলেন তাদের স্বর্গে । আহা তার বিদায় বেলায় বেদনায় সবথেকে কাতর ছিলো আমাদের সবচেয়ে শক্তিশালী প্রগতিশালী কাগজটি ।

বেশ বড়ো করে হেডিং করেছিলো 'মনিকা, আবার কবে আসবেন?' তার পর থেকে আমরা প্রতিক্ষায় দিন গুনছি 'মনিকা আপনি আবার কবে আসবেন ? ' ********************************************** । 2। আপনার সম্মানিত পিতা এই ম্যানহোলের কালো তে আলো জ্বেলেছেন । এর আগে কেউ তা পারেনি । তার জ্বালানো আলোতে এই ডাষ্টবিনটা এবার দেবতাগনের নজরে আসতে ও পারে ।

তিনি বড়ো জ্ঞানবান মানুষ । আমাদের বাবুরাম সাপুড়ে । আমরা যাতে না খেতে খেতে একেবারে মরে না যাই সে জন্য কি এক স্বগর্ীয় দাওয়াই তিনি আবিস্কার করেছেন । আহা অন্তত: দানখয়রাতের জন্য তো আমাদের বাঁচিয়ে রাখতে চান মহামহিমগন ...। গ্রাম্য দাদনদারদের হাত থেকে তিনিই আমাদের বাঁচিয়েছেন ।

সুদের হার নিধর্ারন করেছেন মাত্র 25% । তেমন কিছুনা । তিনি কত % সুদে এই টাকা স্বর্গের মহাজনদের কাছ থেকে এনে আমাদের দেন সে প্রশ্ন করার আমরা কে? আমরা তার প্রেসক্রিপশন অনুযায়ী মুরগীর আন্ডা বেঁচি , লাউ কুমড়া ফলাই , 25% সুদ দেই । দিতে না পারলে ঘরের চালা খুলে দেই । এ আর এমনকি ? স্বয়ং মাবুদ আল্লাহ ও তো রিটার্ন না পেলে মাইন্ড করেন ।

আর আমরা তার প্রেসক্রিপশন অনুযায়ী শিখে নেই এটার নামই উন্নয়ন, জিডিপি বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, ধান ক্ষেতে বসে আমরা মোবাইল ফোনে কথা বলি । তার প্রেসক্রিপশন যেনো ধনন্তরী । আমাদের হাত কাটে , পা কাটে, যেনো করিনাকো ফুঁসফাস, মারিনাকো ঢুঁসঢাঁস । বেঁচে থাকি , কেবল বেঁচে থাকি প্রজেক্টের সেম্পল হয়ে । যেনো আমরা প্রশ্ন না করি বাজারদর বাড়তে বাড়তে ঠিক কতটুকু বাড়লে আমাদের খাবার একবেলা য় নেমে আসে? কেনো শিক্ষা, চিকিৎসার সুযোগ সংকুচিত হতে থাকবে দিনদিন? কেনো সারের দাবীতে, বিদু্যৎের দাবীতে কৃষককে গুলী খেয়ে মরতে হবে? কেনো বসতি উচ্ছেদ করে তেলগ্যাস উত্তোলন করে গোপনে বিক্রি করা হবে? আজকের শুভ দিনে এইসব প্রশ্ন তোলতে নেই ।

এসব প্রশ্ন উঠলে উন্নয়ন হয়না । মৌলবাদ দেশের প্রধান সমস্যা নয় , মৌলবাদে বিদেশী বিনিয়োগ কমে না । কানসাটের ঘটনা ঘটলে, ফুলবাড়ীর মতো ঘটনা ঘটলে উন্নয়ন ব্যাহত হয় । উন্নয়ন অব্যহত থাকুক, সুদের হার 25% ব হাল থাকুক, দাবী আদায় নয় শুধু ভিক্ষা চাওয়ার মতো করে মানুষ বেঁচে থাকুক । বাবুরাম সাপুড়ে মুহাম্মদ ইউনুস আপনাকে অভিনন্দন ! ********************************************* ।

3 । মনিকা , বাংলাদেশটা আপনার বাবার । যাও কিছু বাকী ছিল আজ হয়ে গেছে । আপনি আজই আসুন মাননীয়া । হাসিনা খালেদার কীর্তন শুনতে শুনতে আমরা ক্লান্ত ।

আপনি এসে অপেরার মধুর ঝংকার তুলুন এ বেলা । আপনি বাংলা বলতে জানেনা । কুছ পরোয়া নেই । যারা বাংলা জানেনা , বাংলাদেশীরা তাদেরই ভালো শাসক মানে । আপনি সুলতানা রাজিয়া হোন অথবা মা দূগর্া, দূর্গতিনাশিনী ... আজই আসুন জননী....................


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.