আমাদের কথা খুঁজে নিন

   

বিপন্ন বিস্ময়!

তাহার ষ্পর্শ শিহরন আমার অস্তিত্বকে ঘিরে আছে আজও এক অবিচ্ছেদ্য ভয়াল শূন্যতার মূর্তমান প্রতীক হয়ে। তাহার অনুভব আজও আমার সত্তাকে আলোড়িত করছে। লোকচক্ষুর আড়ালে নির্বিবাদে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে; বিপন্ন বিস্ময়ে সারা হৃদয় মন জুড়ে। এখনও মাঝ রাতে আমার সত্তাকে আন্দোলিত করে, তার নিঃশ্বাসের শব্দ। যে নিঃশ্বাসের শব্দ আজও আমাকে আচ্ছন্ন করে রাখে, প্রবাসের একাকী নির্জন রজনীর নিকষ কালো আধাঁরে।

যার স্পর্শসুখ প্রেমমোহে আচ্ছন্ন হয়ে অনুভব করি সে সত্যিকার ভালোবাসার মোহ আজও ভাবায়, কাঁদায়। যার দৃষ্টির দাক্ষিণ্যে রূপান্তরিত হয়েছিলাম তার স্বপ্নের যুবরাজ। তার ভালবাসা আজও আমায় বিস্ময়ের মুখোমুখি দাঁড় করায়। আমার প্রেমানুভূতি আজও অপেক্ষায় গুমরে কাঁদে না পাওয়ার হাহাকারে। মানব মনের এক অন্তহীন রহস্যে আবদ্ধ হয়ে।

সুপ্ত মনের ভাবনা গুলো সমান্তরাল হয়ে উঠে শরীর ও মনের দ্বন্দ মেটাতে। স্মৃতির আকাশে জ্বলজ্বল করে আজো তাহার মুখ ছন্নছাড়া জীবনের ভবিষ্যতের আশঙ্কায়; যে একদিন নির্দয়ভাবে বিদায় নিয়েছিল অসহ্য বর্তমান থেকে পলায়নের একটি প্রক্রিয়া হিসাবে। অস্তিত্বের সর্বগ্রাসী এক শূন্যতাবোধ থেকে বাঁচতে সর্বোপরি এক অপরিহার্য মানবিক মূল্যবোধের আশায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.