আমাদের কথা খুঁজে নিন

   

দর্শন এবং গল্পঃ পতিতার আবেগ

শিরোনাম শুনে অন্তরাত্মা উন্মত্ত উল্লাস এ ফেটে যায়, পতিতার আবার আবেগ! যুক্তিতর্ক অথবা বিশ্লেষণ- যা ই এর পেছনে প্রয়োগ করা হোক না কেন কোন কিছুই গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। তার জীবিকার আড়াল এ একজন বাক্তি আছেন, হয়ত স্বপ্নে অথবা দুঃস্বপ্ন হয়ে। ভবিষ্যৎ কি অপেক্ষার আলোর দিকে যাবে নাকি জীবিকার পরিহাস এ ভেসে যাবে তা তিনি জানেন না। তবে এতটুকু জানেন যে ভেতর টা এখনও কাঠ হয়ে যায় নি- এখনও বৃষ্টির শব্দ শুনতে পান! অবশ্য এ কথা কাউকে কখনও বলা হয় নি, বললে তো আর শপ্নের পাল এ হাওয়া লাগবে না! সবকিছু বাস্ততবতার চোখে দেখেও পারেন নি অপ্রতিরোধ্য ইচ্ছা আটকে রাখতে। একদিন জমানো টাকা নিয়ে চলে যাবেন দূরে, তার সাথে! তিনি জানেন এটি হয়ত সম্ভব নয় কিন্তু আবেগ নির্বোধ আর যুক্তিহীন।

একজন পতিতা কেন স্বপ্ন দেখে, কেন অপেক্ষায় বসে থাকে, কেন কান পেতে বৃষ্টির শব্দ শোণে, কেন ই বা ছেড়া কাঁথার কোণায় ভবিষ্যৎ এর স্বপ্ন বোণে! হাস্যকর শোণায়, লিখতে ও তা ই। কিন্তু এ হয়তো এক সত্য কাহিনী, হয়তো ভিড় এর মাঝে আমরা দেখি না! রক্ত শীতল হয়ে আসে চিন্তা ভাবনার বাস্তব রূপ এর সত্য প্রতিচ্ছবি দেখে। দিন কেটে যায়, রাত এর আলোয় চলে জীবীকার পরিহাস। এখানে নতুন ভোর এর আলো মানেই আরেকটি ভয়ানক অধ্যায় এর শুরু। তাও জেদ এর বশে পুরনো কোন সাদাকালো ছবি আঁকড়ে ধরে দাঁত চেপে কান্না আটকে সহ্য করে যায় সব।

একদিন- একটা মৃত দেহ আসে, সাদাকালো ছবি টা তে আঁচড় পরে। স্বামীর নিথর দেহ দেখে মনের মধ্যে কোন তোলপাড় সৃষ্টি হয় না। হয়ত পাথর হয়ে গেছে তার মন। দুইদিন পর আবার শুরু আগের সেই একই পথ চলা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।