ইলেকট্রনিকস পণ্যনির্মাতা এলজি বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন প্যানেল অবমুক্ত করছে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এলজি ৫.২ ইঞ্চি লম্বা এবং ২.২ মিলিমিটার পুরু নতুন ডিসপ্লে প্যানেল তৈরি করেছে, যা পাতলা এবং হালকা মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে।
বুধবার এলজি দাবি করেছে, এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা ‘ফুল এইচডি’ এলসিডি স্মার্টফোন প্যানেল। এতে রয়েছে টাচ প্রযুক্তি, ডুয়াল ফ্লেক্সিবল প্রিন্টেড সার্কিট এবং একটি ডিরেক্ট বন্ডিং সিস্টেম।
এলজি স্মার্টফোন এবং ট্যাবলেট ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করছে। গত মাসে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল, তারা আরও উন্নত প্রযুক্তি নিয়ে বড় ধরনের স্মার্টফোন ডিসপ্লে প্যানেল সরবরাহ করতে যাচ্ছে। এই প্রযুক্তির ফলে সচরাচর ব্যবহৃত এলসিডি ডিসপ্লে অপেক্ষা পাতলা এবং হালকা হবে স্মার্টফোনের ডিসপ্লে প্যানেল।
কেবল এলজি এই প্রযুক্তি নিয়ে কাজ করছে না। এতে সামিল হয়েছে স্যামসাং, নকিয়া ও অ্যাপল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।