উদ্যেশ্যহীন জীবন। অনেকদিন থেকে সামুর বেশ কিছু ব্লগার কম খরচে ভ্রমনের জন্য বিভিন্ন পোস্ট দিয়েছেন। তাদের জন্যই ব্যাকপ্যাক এর পক্ষ থেকে এই ভ্রমন অফার । ভ্রমনের বিস্তারিত - ৩দিন ২রাত কুয়ালালামপুর ভ্রমনের তারিখ: ২৫/১০/২০১১ অথবা ০১/১১/২০১১ বুকিং তারিখ : ২২/১০/২০১১ বেলা ১২.০০ টার মধ্যে প্যাকেজ এ যা থাকবে - ১। এয়ারপোর্ট থেকে আনা-নেওয়া ২। বাসস্থান সাথে সকালের নাস্তা ৩। সারাবেলা কুয়ালালামপুর শহর ভ্রমন ৪। রিটার্ন এয়ার টিকেট, ট্যাক্স সহ প্যাকেজ এ যা থাকবে না - ১। যেকোনো ব্যাক্তিগত খরচ ২। যেকোনো ইভেন্টের প্রবেশ মুল্য প্যাকেজের মুল্য - টাকা. ২৯,৮০০/- আরো কিছু জানার থাকলে -
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।