আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শ . . .

Ami odvut and ami real matal na.kobitai matal. যখন তুমি আমার খুব কাছে এসে দাঁড়াও একটা শীতল স্রোত আমার শরীর বেঁয়ে নামে আর বুকের ঠিক মাঝখানে গর্জে উঠে মহাসাগরের কোন এক উত্তরঙ্গ ঢেউ । যখন তুমি আমার আরও কাছে আসো তোমার উষ্ণ নিঃশ্বাস পড়ে আমার ঘাড়ে, তোমার প্রতিটি নিরাকুল নিশ্বাস, আমি অনুভব করি; প্রতিটি নিঃশ্বাসে আমি বিশ্বাসের পর্বত খুঁজে পাই । যখন তুমি আমাকে ছুঁয়ে দাও পরিশুদ্ধ হয়ে পবিত্রতার আস্তরনে ডুবে যায় আমার অন্তরিন্দ্রিয় আর আমি বিহ্বল ; তোমার আরও ছোঁয়া পাওয়ার বাসনায় । হাত বাড়িয়ে ধরি তোমার হাত, ঠোঁট বাড়াতেই কেটে যায় রাত । তাই,এই চঞ্চলিত রাতকে আমি হাতের বাঁধনে, বেঁধে রাখি, যেমন তুমি বাঁধ আমায় - প্রেমের বাঁধনে ।

পৃথিবী যেমন তার অক্ষরেখায় ঘুরপাক খাচ্ছে, আমিও তোমার প্রেম এ তেমনি, শুধু একটু অদ্ভুত স্পর্শে তুমি আমাকে- পৃথিবী হতে দাও না , আমি নিবারিত । যখন তুমি আমার খুব কাছাকাছি দাঁড়াও এই পৃথিবীকেই স্বর্গ মনে হয় মনের অজান্তে । তোমার হাতের স্পর্শে আমার হৃদয়ে জাগে ঢেউ , মনে হয় যদি এ ধরায় তুমি হতে অসূর্যস্পশ্যা- তবে হয়ত, আমি হতাম হিমালয়ের চুঁড়ার কোন নিশ্চল পাথর । তোমার ভালোবাসার স্পর্শনে আমার এ দেহের অংশগুলো হয়ে যায় পৃথক থেকে পৃথকতর । স্বতন্ত্র ভাবে প্রানের পরশে পুলকিত হয়, আর তোমার প্রতিটি স্পর্শকে অসীমের আরশে- আমাকে করে তোলে এক স্পর্শকাতর প্রেমিক ।

( মাতাল কবি ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।