২৩) স্পর্শ
মন খারাপ করা বিষণ্ন মেঘে
ভরে ছিলো কাল আমার আকাশ।
চোখের সমুদ্রের নোনা জলে
ভেসে যাচ্ছিলো সব।
অবহেলা করেছিলো কেউ!
অবহেলার মত করুণ কিছু কে আছে?
সন্ধ্যা নামছিলো যখন,
চাঁদটা হাসছিলো আকাশে।
আমি পাখি হলাম।
কষ্টগুলোকে পাখির ডানায় সপে দিয়ে
উড়তে থাকলাম।
জ্যোছনার আলোতে ভিজবো বলে।
জ্যোছনা ছুঁলেই সব কষ্টরা বিলীন হবে।
আসলে স্পর্শ ব্যপারটাই এমন।
পাখি আমি ফিরে আসি যখন
আমার হাতের তালুতে এনে দেই
অন্য এক আকাশ।
এই আকাশ পোড়ায় না।
বারুদের মত জ্বলতে থাকা হৃদয়টাকে
শান্ত করে দেয় ।
আকাশটাকে দু'হাতের মধ্যে ধরে রেখেই
আবারো দু"চোখে বর্ষা নামে।
আর কি আর্শ্চয্য জ্যোছনার আকাশ থেকেও
বৃষ্টি নামে অঝোরে
ভেসে যায় অবহেলার মত অনেক কিছু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।