আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শ

শব্দশিখা জ্বলে...

আবদুর রব মালাকাইটের ঝাঁপি খুলে গল্পটা বেরিয়ে পড়ে: গ্রানাইট সুন্দরী জানে না কী ঝাপট লাগে তার মনে, কোথায় তাকিয়ে থাকে সবুজ দুচোখ! নরম স্পর্শের লোভে দেহ চায় অলীক পালক- রহস্যদেবতা! অসম্ভব তৃষ্ণা তার সোনালি গলায়- অচেনা এ সম্মোহন; ডেকে নেয়, চিৎ করে শুইয়ে দেয়, নয়ানজুলিতে- যৌবনের গাঢ় নরম ঘাসের বুকে! প্রতিটি স্পর্শের লিপিচিহ্ন রয়ে যায়: প্রেমদীপ জ্বেলে পুরুষ অপেক্ষা করে, নাকি ব্যাঘ্রাদির ন্যায় শিকার পাহারা দেয় স্পর্শমাত্র তা সুস্পষ্ট হয়! স্পর্শে মৃত্যু, পুনর্জন্ম- স্পর্শগুলি বুড়ি চুঃ ছুঁয়েই ছুটে যায়, সাদা-কালো চিন্তার আড়ালে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।