আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শ

আমি ধর্মভীরু - একাকী ঘরে থেকে প্রদীপের সল্তেটা বদলাই,

ভাবনার সমুদ্রে সোনালী পাখিরা ডানা মেলে এলোমেলো, ছাইরঙ্গা মেঘেরা বিদ্যুৎগতিতে দূরত্বের ব্যাবধান বাড়িয়ে পালায়। একপশলা ঝুমবৃষ্টির দিন - দেখা হয়না বহুদিন,নিকষ আধার কাপিয়ে, সময়ের জালে কতকিছু বাক নিলো পিছুপিছু তবুও প্রাসাদের গায়ে রক্তিম আভা । জীবনের ছন্দের তরঙ্গে দুদুল্যমাণ প্রতিটি প্রগতিশীল স্পর্শবিন্দু, থেমে যেতে চায় ক্ষণেক্ষণে - কিন্তু হেলেদুলে সামনে নিয়ে চলি । একজোড়া হাত চাই আমার - দেবেকি তোমার ঐ শীতল হাতদুটো, একটা হাত আমার হাতে - আরেকটা দিয়ে আমার চুল ছুঁয়ে যাবে অবিরত। আমি তোমাকে আমার ভাবনার প্রতিটি বিন্দু দিয়ে স্পর্শ দিয়ে যাবো, শুধু অধরা এই পৃথিবীর মাঝে আমার ভালবাসার নির্জলতায় তোমাকে মুক্তি দিয়ো। ১৪ই ডিসেম্বর ২০১০ শীতের এক স্নিগ্ধ সন্ধ্যায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।