খুঁজে যাই দু’ চোখের মাঝে, তোমাকে,
যেখানে তোমার হাসি নিয়ে যায় আমায় , তোমার কাছে ,
লাল নীল গোলাপে , এক নিঝুম রাতে , এক অন্য হৃদয়ে ।।
যখন মেঘের বৃষ্টি ,
কবিতার গান,
সমুদ্রের তীরে স্নিগ্ধ বাতাস ,
আর রাতের তারার আলো এক হয় ।।
শত ভীরের মাঝে ,
তোমায় দেখি প্রাণহীন মৃত জীবন্ত আত্মায়,
কোন দিন জাগবো বলে তোমার স্পর্শে ।।
লেখক – ইসতিয়াক আহমেদ ফাহিম (ডার্ক সেইন্ট)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।