আমাদের কথা খুঁজে নিন

   

ভারতকে ট্রানজিট দেয়ার বিষয়ে কারো কোনো দ্বিমত নেই : অর্থমন্ত্রীর দাবি

১৬ অক্টোবর ( রেডিও তেহরান) : বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে নৌ প্রটোকল চুক্তি আছে, আগামী মার্চেই এর মেয়াদ শেষ হয়ে যাবে। তখন এটি নবায়ন করার সময় ট্রানজিট ফিও চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ (রোববার) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, ‘ভারতকে ট্রানজিট দেয়ার বিষয়টি একটি সর্বসম্মত সিদ্ধান্ত। এ নিয়ে কারো কোনো দ্বিমত নেই।

' ট্রানজিট নিয়ে এক সময় বিএনপি'র বিরোধিতা থাকলেও এখন তারাও এটি মেনে নিয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। তবে ট্রানজিট ফি নির্ধারণ ও অন্যান্য বিষয় নিয়ে দ্বিমত থাকলে তা আলোচনা করে সমাধান করা হবে বলে তিনি জানান। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুর অর্থায়ন জটিলতা নিয়ে সরকার বিশ্বব্যাংকের সঙ্গে মোটামুটি একটি সমাধানে পৌঁছেছে বলে আবুল মাল আবদুল মুহিত দাবি করেন। তবে এখনই কিছু বলা যাবে না বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক যে দুর্নীতির অভিযোগ করেছে, সে বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে একটি চিঠি তৈরি করা হচ্ছে।

এর দায়িত্ব দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমানকে। চিঠিটি তৈরি করে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। তারপর সেটি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বরাবরে পাঠানো হবে। এরপর এ বিষয়ে সরকারের বক্তব্য জানিয়ে একটি প্রেসনোট ইস্যু করা হবে। " আর সবকিছু এ সপ্তাহেই হবে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী।

সৌজন্যঃ রেডিও তেহরান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.