Bangladeshi is my identity. হাসিনা সরকারের ভারতপ্রেম বাংলাদেশের যে ১২টা বাজাচ্ছে তাতে তো কোন সন্দেহ নেই। কি কারণে তারা কাকাবাবু-দাদাবাবুদের এত ভক্ত তা সম্ভবত প্রত্মতাত্তিকদের গবেষণার বিষয়। কিন্তু এ দেশের সাধারণ মানুষরা এখনও চুপ করে আছে কেন সেটা বুঝলামনা্। এরা জাগবে কবে?ভারতকে সব দিয়ে দেয়ার পর?মিশরকে দেখেও কি এদের শিক্ষা হয় না?সব কিছু হারাবার আগে আর একবার জাগো। ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন আসার আগে জাগো।
এর পরে সারাজীবন কেঁদেও কোন লাভ হবেনা। ট্রানজিটের বিপক্ষে রাস্তায় নামো । দেশ বাঁচাও। দেশ বাঁচাও। দেশ বাঁচাও।
কেননা,স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।