২০০৭ সালের বিশ্বকাপে বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ নিয়ে ছিটকে পড়েছিল ভারত। আসলে ভারতকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ। হারিয়েছিল ৫ উইকেটে। হারের পর ভারতীয় এক পত্রিকায় লেখা হয়েছিল, এক বাঙালি গুঁড়িয়ে দিয়েছে ভারতকে। ওই ম্যাচে টাইগাররা ভারতের রান টপকেছিল তিন হাফ সেঞ্চুরিতে।
কিন্তু টাইগারদের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা ৪ উইকেট নিয়ে। ২০০৪ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে প্রথম জয় পেয়েছিল, সেখানেও ছিলেন মাশরাফি। দুই বছর আগে এশিয়া কাপে জয়ের ম্যাচেও ছিলেন নড়াইল এঙ্প্রেস। ভারতের বিপক্ষে ২৪ লড়াইয়ে যে তিনটি জয় পেয়েছে টাইগাররা, তার তিনটিই খেলেছেন দেশসেরা পেসার। তাই তিনি মনে করেন, ভারতকে হারানো এখন আর কোনো অঘটন নয়।
মহেন্দ্র সিং ধোনী নেই। তারপরও এবারের আসরের অন্যতম ফেবারিট ভারত। সেই দলের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের আজ প্রথম ম্যাচ। ম্যাচটিতে টাইগাররা নামবে দলের দুই সেরা ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়া। ইনজুরির জন্য খেলছেন না তামিম।
সাকিব মিস করছেন নিষেধাজ্ঞার জন্য। দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি সত্ত্বেও আজকের ম্যাচ নিয়ে পুরো দল এঙ্াইটেড জানান মাশরাফি, 'আজকের ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত। দলের নতুন ক্রিকেটাররা চাইছেন কিছু একটা করে দেখাতে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার মজাই আলাদা। এজন্য সবাইকে পজেটিভ হতে হবে।
সেরাটা খেলতে হবে। ' অবশ্য কাজটা সহজ নয় বলেও মনে করেন দেশসেরা পেসার, ' ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি ভারত। ধোনী না থাকলেও তাদের ব্যাটিং লাইন আপ বিশ্বমানের। ওরা যে কোনো সময় যে কাউকে হারাতে পারে। সাম্প্রতিক সময়ে তারা ভালো খেলছে না ঠিকই।
কিন্তু তাদের হারানোটাও খুব সহজ হবে না। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।