আমাদের কথা খুঁজে নিন

   

সৈকতের পথে ঃ-06



খাবার-দাবারঃ টু্যরিস্টদের জন্য তিনতারা থেকে পাচঁতারা মানের হোটেলে সবধরনের খাবারের ব্যবসথা করা হয়। তাছাড়া পর্যটকদের জন্য আবাসিক হোটেলের বাইরেও সমস্ত কব্জদবাজার জুড়ে রয়েছে অসংখ্য রেস্টুরেণ্ট। মাঝারি,সস্তা বা দামী, যাই বলুননা কেন, সবধরনের পর্যটকের জন্যই সব রকমের রেস্টুরেণ্ট রয়েছে। রুচিসস্মত খাবার নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। এখানে সুলভে পেয়ে যাবেন আকষনর্ীয় সামুদ্রিক মাছের বাহারী আয়োজন।

রুপচাঁদা,ইলিশ,সুরমা ইত্যাদি বড় বড় মাছের তরকারি ছাড়াও রয়েছে স্পেশাল চিংড়ির প্রাচুর্য। আর রান্নার কথা বললে বলতে হয়,সারা বিশ্বে বোধ হয় অমন সু-স্বাদু রান্না আর কোথাও পাওয়া যাবে না। হোটেলগুলো অবসথাভেদে পর্যটকদেও টুকটাক সুবিধা দিয়ে থাকে। মোট খরচঃ স্বল্প খরচে, অল্প আরামে মনটাকে মানিয়ে নিতে পারলে শীত মৌসুমে মাএ 4000 টাকার মধ্যে আপনি ঘুরে আসতে পারেন কব্জদবাজার সৈকত থেকে। এছাড়া বিভিন্ন টু্যরিজম কোমপানি সারাবছরই কব্জদবাজারে খুব অল্প টাকার মধ্যে প্যাকেজ ভ্রমনের আয়োজন করে থাকে।

প্যাকেজ টু্যর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ করতে পারেন নয়া পল্টনে অবসথিত গ্রেট টু্যরস্ অ্যান্ড ট্রাভেলস লিমিটেড, ফোনঃ 0188-815715,0175-563905,8353928। চাইলে প্রিয় পাঠক সরাসরি ফোন কওে জেনে নিতে পারেন তাদেও যাবতীয় তথ্য। আরএই শীতে সী-গাল সাফারী-পাস প্যাকেজের জন্য যোগাযোগ ,হোয়াইট হাউজ হোটেল,155,শান্তিনগর, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.