সাগরের সবুজাত পানিতে গোসল ও সাঁতার কাটা ভীষন রোমাঞ্চকর। তবে ভাটার সময় একদম পানিতে নামা উচিত নয়। কেননা মুহুর্তের মধ্যেই ঘটে যেতে পারে মৃতু্য। কারোই কিছুই করার থাকে না। কেউ যদি ভাটার টানে পড়ে যায় মৃতু্য নিঘাৎ।
10 দিনের দীর্ঘ ভ্রমণে আমিই লাভ করি অন্তত 2 জনের মৃতু্য ঘটনা। তাও ভাটার কবলে পড়ে।
পযর্টনের পাশাপাশি সী গাল, সী প্যালেস, সী কুইন ও আরো অন্যান্য বিলাসবহুল হোটেলের রঙ্গীণ ছাতা আর চেয়ারের ব্যবস্থা সৈকতকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলেছে। নিদিষ্ট পরিমাণে চার্জ দিয়ে যে কেউ এই ব্যবস্থা উপভোগ করতে পারে। এছাড়া সী-গাল, মোটেল শৈবালসহ অন্যান্য বিলাসবহুল হোটেল আছে সুইমিং পুল, গলফ, টেনিস, স্কোয়াশ কোট, জিমনেশিয়াম, ড্রিংক কর্নার ও কনফারেন্স হল।
অবস্থাভেদে পযটর্করা এগুলো নিদিষ্ট চার্জের বিনিময়ে উপভোগ করতে পারেন।
কেনাকাটাঃ
কঙ্বাজারে কেনাকাটা মানেই বার্মিজ মার্কেট। শহরের প্রধান সড়কের পশ্চিম টেকপাড়া এলাকায় অবস্থিত এই মার্কেটটি মিয়ানমার থেকে বহুকাল আগে আগত রাখাইন সমপ্রদায়ের মেয়েদের দ্বারা পরিচালিত। এই মার্কেটে দোকানের সংখ্যা প্রায় 2 শতাধিক। পর্যটকদের নিকট অত্যন্ত জনপ্রিয় এই মার্কেটে মিয়ানমার, চীন, এবং থাইল্যান্ডের বিভিন্ন রকমের আকর্ষনীয় পন্য অত্যন্ত সুলভে পাওয়া যায়, যা দেশের অন্য কোথাও চোখে পড়ে না।
বিশেষ করে বার্মিজ চাদর, স্যান্ডেল, হাতপাখা, চন্দন সাবান ইত্যাদি তুলনামুলক কম মুল্যের মধ্যেই পেয়ে যাবেন। আগত পর্যটকরা। এছাড়াও সৈকতের ধারে বীচ রোড় সংলগ্ন দোকানগুলোতে ঐসব আইটেমের পাশাপাশি বাড়তি আকর্ষন হিসাবে শামুক-ঝিনুকের মালা কানের দুল, টিকলী, চুড়ী ইত্যাদি বেশ আকর্ষনীয় এবং কম দামে কেনা যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।