আমাদের কথা খুঁজে নিন

   

শাহরিয়ার নাফীস থেকে মুশফিকুর রহিম এবং আরো

i`m what i`m. এ্ইতো মাত্রই কথা হলো বিপিএলের দ্বিতীয় আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক শাহরিয়ার নাফীসের সঙ্গে। `কখন যাচ্ছো শাহবাগে ফাঁসি চাইতে?' শাহরিয়ার নাফীস: (হেসে) ফাঁসী সবাই চাইছে। আমিও চাই। আমি তাই যাবো। একাত্মত ঘোষণা করতে।

আমি: শুধু কি তুমি? শাহরিয়ার নাফীস: এটা বলা মুস্কিল। আমি আমারটা বলতে পারি। হয়তো দল বেঁধে সবাই যাবে না। দুজন-তিনজন করে যাবে। শুনেছি মুশফিকও নাকি আসবে।

তবে আজ না কাল। আমি: তুমি কখন যাচ্ছো? শাহরিয়ার নাফীস: ইনশাল্লাহ মাগরিবের নামাযের পর। ২২ গজের জমিতে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাম্বাসেডররাও ভেতরে ভেতরে ফুটছেন। একাত্মতা প্রকাশ করতে চাইছেন। জানা মতে সাকিব আল হাসান ইনজুরির জন্য স্বত:স্ফূর্ত আন্দোলনে আসবেন না।

তবে ইনজুরি যে ইচ্ছাপূরণের পথে কোন বাধা নয় সেটা প্রমাণ করে দিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি আসবেন। সব ঠিক থাকলে শাহবাগে তাকে দেখা যাবে রবিবার বিকেলে। সঙ্গে থাকবেন তার বাবা-আমাদের তারা আঙ্কেল। এমনটাই জানানো হয়েছে।

আরো যারা আসতে পারেন তাদের তালিকাটা দীর্ঘ নয়। নাজমুল হোসেনের আসার কথা। আসার কথা রয়েছে জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী এবং অবশ্যই মাশরাফি বিন মোত্তর্জার। গালি খেতে পারেন এই ভয়টা কাটিয়ে ওঠার চেষ্টারত আশরাফুলকেও দেখা যেতে পারে একাত্মতা জানানোর মিছিলে। আসার কথা আমিনুল ইসলাম বুলবুলেরও।

তালিকাটা বাড়তে পারে। মিছিলটা হয়তো খুব বড় নয়। কিন্তু যারা এ মূহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিনিধি আন্তর্জাতিক অঙ্গনে তাদের চাওয়াটাও মিলে যাওয়ার কথা লাখো জনতার চাওয়ার সঙ্গে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.