আমাদের কথা খুঁজে নিন

   

মুশফিকুর, স্যালুট ব্রাদার

আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে, আমার স্বপনলোকে দিশাহারা

(বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিরতিতে লিখেছিলাম। এখন খেলা শেষে এই লেখায় যদি বাংলাদেশের 67 রানের গৌরবময় জয়ের কথা লিখে না দেই, তো আমি কেমন দেশপ্রেমিক?! সাবাশ বাংলাদেশ!) এক্কেবারে স্কুল-পড়ুয়া কিশোরের মুখশ্রী, ভীষণ মায়াবী--আমাদের মুশফিকুর রাহিম। খুবই বিরক্ত হয়েছিলাম খালেদ মাসুদ পাইলটের পরিবর্তে তাকে দলে নেওয়ায়। তারপর ভারতের বিপক্ষে ম্যাচে দেখিয়ে দিলো নিজের যোগ্যতা। এরপরে টুকটাক ভুল করেছে অবশ্য প্রায় প্রতি ম্যাচেই (ওই ম্যাচগুলোয় বাংলাদেশের কেই বা আর ভালো খেলেছে?)। কিন্তু আজ তার ছোট্ট একটা সিদ্ধান্ত কোথায় নিয়ে গেলো বাংলাদেশের স্কোর! নিজের নিশ্চিত নিরাপদ অবস্থান থেকে উলটো দৌড়ে এসে এইটুকু বয়সে ভীষন দায়িত্ববানের মত আশরাফুলকে বাঁচিয়ে দিলো মুশফিকুর দলের প্রয়োজনে। আর সেই দাম খুব ভালোভাবেই দিলো আশরাফুল। নিজে 87, এবং বাংলাদেশ পুরো 50 ওভার খেলে 251/8! একজন খেলোয়াড় দাঁড়িয়ে গেলে, আর পুরো 50 ওভার খেলতে পারলে কতদূর যাওয়া যায়! খুব ভালো লাগছে সত্যিই। এবং অনেক দিন পরে একটু একটু জেতার আশাও হয়ে যাচ্ছে! গুড লাক বাংলাদেশ!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.