চলো সবাই সামনে এগিয়ে যাই.... প্রিয় মুশফিকুর রহিম,
আপনার এমন সিদ্ধান্ত মানতে পারছি না। বাংলাদেশ ক্রিকেট দলের একজন সফল অধিনায়ক আপনি। হার-জিত থাকবেই। জিম্বাবুয়ে সফরে কী বাংলাদেশ খারাপ খেলেছে? আমি বলব, বাংলাদেশ মানে আপনার ক্রিকেট দল যথেষ্ট ভালো খেলেছে। হয়তো জিম্বাবুয়ে তাদের ভালোটা খেলেছে।
একবার পেছনে ফিরে দেখুন, আপনার অধিনায়কত্বেই অষ্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ডকে কত নাকানি-চুবানি খাইয়েছি। তাদের কী পরিমাণ ঘাম ছুটিয়েছে আপনার দল একবার ভাবুন। বাংলাদেশ ক্রিকেট দল এখন আর আগের অবস্থায় নেই। এখন সবাই টাইগারদের ভয় পায়। এসব কিন্ত হয়েছে আপনি অধিনায়ক থাকাকালীনই।
সামনে আমরা আরও এগিয়ে যাব আপনার অধিনায়কত্বে। আপনার নেতৃত্বে আমরা ছিনিয়ে আনব বিশ্বকাপ। আমরা ছিনিয়ে আনব সব বড় বড় জয়। বড় দলগুলোকে শুধু নাকানি-চুবানি নয়, গোছল করিয়ে ছাড়ব! এবং তা আপনার সফল নেতৃত্বেই কেবল সম্ভব।
প্লিজ আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসুন।
একবার ভেবেছেন কি, আপনি দায়িত্ব ছেড়ে দিলে দলের দায়িত্ব কে নিবে? আমি জানি শুধু আমি নয়, পুরো ক্রিকেট ভক্তরা জানে, আপনি আপনার সর্বোচ্চটা দিয়েছেন অধিনায়কত্বে এবং মাঠের খেলায়। কারো তাতে কোনো সন্দেহ নেই। নেতৃত্ব কিন্তু সবাই দিতে পারে না। নেতৃত্ব নেওয়া সহজ কিন্তু সবাই নেতৃত্ব দিতে গিয়ে সবকিছুতে বিশৃঙ্খলা তৈরি করে। যা আমরা আপনার নেতৃত্বে দেখিনি।
বরং আমরা দেখেছি সফল নেতৃত্ব। দেখেছি একজন সফল অধিনায়ক।
প্লিজ আপনি আপনার ঘোষণা থেকে সরে আসুন। যদিও এমন ঘোষণায় আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে কয়েকগুণ। যে দেশে রাজনৈতিক এবং অরাজনৈতিক সব দায়িত্বে ব্যর্থতার ঝুলিতে ভরপুর থাকার পরও, পদত্যাগের হাজার হাজার দাবি করার পরও কেউ দায়িত্ব ছাড়ে না।
আমরা দেখেছি আমাদের মন্ত্রীদের। দেখেছি আরও অনেককে। তারা বরং আরো উল্টোপাল্টা কথাবার্তা বলে। সে জায়গায় আপনি নিজে থেকে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আবারও আপনাকে সম্মান -শ্রদ্ধা জানাচ্ছি।
এমন সিদ্ধান্তে বিশ্বাস করুন আমার চোখে পানি চলে এসেছে। আমার মতো হয়তো আরও অনেকের চোখে পানি এসেছে। শ্রদ্ধা আর ভালোবাসা বেড়ে গেছে কয়েকগুণ। কিন্তু অনুরোধ, আপনি এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। দয়া করে বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব আপনি ছাড়বেন না।
দেশের বর্তমান অবস্থা একবার চিন্তা করে দেখুন। দেশে এমনিতেই রাজনৈতিক পরিস্থিতি গরম। এখনও শুকায়নি সাভারের ট্র্যাজেডির ক্ষত। এর মধ্যে আবার হেফাজতের ১৩ দফা। আবার বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিসহ নানান কিছু।
দেশের বারোটা এমনিতেই বাজতে চলেছে । হরতাল অবরোধে দেশ আজ অসহায়। এই অবস্থায় প্লিজ আপনি আপনার দায়িত্ব থেকে সরবেন না। একবার দেশের কথা ভাবুন। দেশের স্বার্থে আপনাকে আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসতে অনুরোধ করছি।
বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে শান্ত এবং ঠাণ্ডা মাথার খেলোয়াড় হিসেবে আপনাকে জানি আমরা। আমাদের দল কিন্তু পেছনে যাচ্ছে না। সামনে এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ ব্যাট ধরলেই ২৫০ রান পেরিয়ে যায়। টপ-অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ার পরও এখন আমরা আর হতাশ হই না।
সহজেই আমরা ভালো করতে পারি। ৫ জন আউট হওয়ার পরও এখন আমরা টিভি অফ করে দেই না। বিরক্ত হই না। যার প্রমাণ আমরা জিম্বাবুয়ে সফরেই পেয়েছি। এই যে সফলতা তা কী এমনি এমনি এসেছে।
আমাদের ক্রিকেট দলকে এখন বিশ্বের কোনো দল আর অবহেলা করার সাহস পায় না। সবসময় টাইগারদের হুঙ্কারের আতঙ্কে থাকে। এই বুঝি থাবা দিল!
প্রিয় অধিনায়ক, আমি জানি আমার এই লেখা আপনার কাছে পৌঁছবে না। তবুও আপনার কাছে আমার চাওয়াটা তুলে ধরলাম। দয়া করে আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফেরত আসুন।
আমরা আপনার নেতৃত্বে বিশ্ব জয় করতে চাই। বিশ্বকে হাতের মুঠোয় আনতে চাই। জানি, আপনার নেতৃত্বে তা অসম্ভব নয়। তাই অনুরোধটুকু রাখুন প্লিজ। বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।