আমাদের কথা খুঁজে নিন

   

আরবে আত্মাহুতি

এইতো! ১ খেজুর গাছটার নীচে দাঁড়িয়ে আমি বুক ভরে নেই পাকা জামের গন্ধ, কতোদিন পুকুর ঘাটে বসে খাওয়া হয়না কাঁচাআম কাজুবাদাম নুন মায়ের হাতে রাধা পুঁটি মাছের ঝোল, কিছু টাকা হলেই মায়ের কাছে যাব পাকা ধানখেতে শুয়ে দেখবো আকাশ, কবে কিছু টাকা হবে মাগো, কবে- ধার দেনাও পড়ে আছে বাকি সারি সারি উটগুলো যেনো হাম্বা হাম্বা ডাকে এখানে পরাণ নাই মাগো, শুধু মরুভূমি এখানে মায়া নাই মাগো, ঘাস নাই তোমার আঁচল নাই মাগো, উপরে আগুন নীচেও আগুন আমার ঘিন্না লাগে, পালাই পালাই জীবনরে তোর গুষ্টি কিলাই! ২ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ক্রন্দনধ্বনি ম্লান হয়ে যায় কতলের উৎসবে আগুন আত্মাহুতি দেয় আমার বরফশীতল দরিদ্র চোখে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.