ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । রোদ্দুর পথে
হেটে হেটে
ধূলোমাখা পৃথিবীতে
স্বপ্ন হারাই ।
একটা কোকিল
আবছা ডাকে
দুহাত বাড়াই
থেমে দাড়াই ।
কাটছে প্রহর
বড়ই ধূসর
ক্লান্ত শহর
ধূলোর বহর ।
শূণ্য সবই
মনের ছবি
মেঘলা বিকেল
একাই রবি ?
অবুঝ আমি
খুজছি তোকে
নীল বেদনা
আমার চোখে ।
কিসের যেন
অপেক্ষাতে
সুপ্ত মনের
ঘুম ভাঙ্গাতে ?
ঘুম চোখে তোর
ঈর্ষা দেখি
মনটা আমার
শান্ত নদী ।
স্বপ্ন ভাঙ্গিস
বেলা শেষে
সুখ কি দিবি
হিসেব কষে ?
তাই বলে নই
ভীত আমি
ঐ হাসিটা
ভীষণ দামী ।
কখনোবা
নাগাল পেলে
রাখব ধরে
মনের ফ্রেমে ।
সাদাকালো
ছবির মত
ভাবনা সুতোয়
অবিরত
ঐ হাসিটার
থাকবে রেশ
তাতেই আমার
চলবে বেশ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।