আমাদের কথা খুঁজে নিন

   

শূণ্য শূণ্য বিতৃষ্ণা...নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল কিছু থাকুক আর নাই থাকুক আজকাল আমার আর কথা থাকেনা । কেবল ক্ষোভ আর ক্রোধ থাকে ঠিক যেমন কিছুতেই মরেনা সংক্রামক ভাইরাস । চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে । আর হা করে গিলে চলে যতোটা ভালোত্ত্ব ছিলো এতো ক্ষুধার্ত হতে পারে আমার নিষ্ঠুরতা কি করে , কে জানে ! দুই যুগ আগের "আমি"টাকে বিদ্রূপ করে ভ্যাংচি কাটে আজকাল আমার আমাকে মোটেও ভালো লাগে না আর নিজেকে যখন অসহ্য লাগে তখন বড়ো ভয়ঙ্কর হয়ে যায় , পরিচিত এই একান্ত মুখশ্রীও । আজকাল আর কিছুই নেই , সেই পাগলামী , বাঁধ ভাঙ্গা চঞ্চলতা , উপচে পড়া সহজ-সরলতা... তাই নিজেকে স্বান্তনা দেই , আর বলি ; আজকাল কিছু থাকুক আর নাই থাকুক এ জীবন আমাকে একলা রাখেনি , এখনও ভরপুর শূণ্যতা রেখেছে নিঃশ্বাসের সিন্দুকে... হ্যামিল্টন , কানাডা ১৮ জুলাই , ২০১৩ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।