আমাদের কথা খুঁজে নিন

   

জেগে উঠছে শাহবাগ

জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় সোমবার রায়ের দিন ঠিক হয়েছে। তার আগে রোববার রাত থেকেই শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকরা।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার ইফতারের পর থেকেই গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবে। অবস্থান চলবে সোমবার পর্যন্ত। ”
“এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি।

আমরা অনেক আগে থেকেই ঘোষণা দিয়ে এসেছি যুদ্ধাপরাধের যে কোনো রায়ের আগের দিন থেকে রায় ঘোষণা পর্য্ন্ত আমরা শাহবাগে অবস্থান নেব। ”
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধের মামলার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে অবস্থান শুরু করে তরুণ সমাজ। তাদের এই আন্দোলন পরে সারাদেশে ছড়িয়ে পড়ে।
গত ২১ ফেব্রুয়ারি টানা অবস্থানের সমাপ্তি ঘোষণা করা হলেও যে কোনো যুদ্ধাপরাধ মামলার রায়ের আগের দিন শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে।
এর ধারাবাহিকতায় গোলাম আযমের রায়ের দিনও একই কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।

বাঙালি হত্যায় পাকিস্তানি বাহিনীকে সহায়তাকারী হিসেবে গোলাম আযমের নামই সবার ওপরে উঠে আসে।
মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়ার ৫ ধরনের অভিযোগ রয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে।
গণজাগরণ মঞ্চ জামায়াত নিষিদ্ধের দাবিতেও ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.