শত বিপদ , শ্বাপদ সংকুল বিপর্যস্ত করতে পারেনা আমাদের কখনও। কঠিন সময়ের ভিন্ন স্রোতে এক টুকরো কাঠের উপর ভেসে থাকার চেষ্টা করি সবাইকে নিয়ে বাঁচার তাগিদে। একে অপরের প্রতি মমত্ববোধ, সহানুভূতি একমাত্র আমাদেরই আছে। তাইতো ভুপেন গেয়ে যায়, " মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য''। আমরা ঘুমের মাঝেও জেগে থাকি, রাতকে পাহারা দেওয়ার জন্য যাতে রাতের কালো আঁধার আমাদের বিবেককে গ্রাস না করতে পারে। আমাদের এ জেগে থাকা স্বপ্ন দেখায়, আশা জাগায় এক নতুন দিনের, নতুন সূর্যের। তাইতো আমাদের ভয় নেই পিছুটানের, জয় আমাদেরই। নিশ্চিত জয়ের এই দ্বারপ্রান্তে তারপরেও পিছিয়ে পড়ি এক অজানা শঙ্কায়। এই শঙ্কাকে পদদলিত করে আমরা এগিয়ে যেতে পারিনা? মতের ভিন্নতায় আমরা কি আমাদের ভবিষ্যৎ জন্মের সুন্দর স্বপ্নের অসময়ে কবর দিব? না, আমরা জেগে আছি, জেগে থাকি স্বপ্নকে বেঁচে রাখার মহতী আশায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।