বিবর্ণ স্বপ্নচারী
আজকাল ঠিক বুঝি না-
কার প্ররোচনায় একে একে
প্রতিদিন নতুন নতুন চরিত্র
কখন কখন চরিত্রেও চরিত্রের অভিনয়ের
জালে জড়িয়ে ফেলে আমাকে।
শুধু শুধু সব
ভাবি সব ছুরে ফেলে দেব
চলে যাব অরন্য বেষ্টিত কোন
নির্জন দ্বীপে।
যাওয়া হয় না আমার
মোহের শেকল ছিঁড়ে।
তবু প্রতি রাতে শুনি
বিদ্রোহের জ্বালাময়ী ভাষণ
দেখি শরীরের লোমকূপের জাগরন
স্মৃতির অস্ত্রের ঝংকার
মনে শক্তির বন্যায় ভাষায়।
শপথ করি হয় বিজয় নয় পরাজয়
তবুও এই করাগারে আর নয়।
কিন্তু আমার আমি তাই
সকাল হতেই সূর্যের অগ্নিবর্ষণে
আমি জ্বলে শেষ হই আর
প্রতিনিয়ত চক্রের জালে
আবার ফিরে যাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।