নিজ ভাবনাটা আজ আমি হারিয়ে দেই...স্বপ্নটা আজ নীল আকাশ ছুঁই... যারা কোটি টাকা খরচ করে, অ্যাড এজেন্সি ভাড়া করে, বদলে যাবার প্রচার চালায়, বদলে দেবার শপথ করায় তারাই কি করে যেন নিজেদের স্বার্থ এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে বদলে যায়! এটাই হয়তো শুরুতে কোনো ব্যাবসায়িক কৌশলে ছিল যে সমাজের সম-মেধার আর দশজন থেকে আলাদা করে তুলে ধরা হবে, প্রচারের আলোতে নিয়ে আসা হবে কিছুসংখ্যক সুশীল প্রতিনিধি বা কোনো শিক্ষাবিদ বা কোনো রূপ বিশেষজ্ঞ- কে, যারা হবেন এক একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড-ই করবে তাদের মিডিয়া হাউস এর 'ব্র্যান্ডিং'! এইখানে 'মিডিয়া হাউস'টির ও কিছু দায়িত্ব থাকবে। কর্তব্য থাকবে! যারা তাদের ব্র্যান্ডিং করবে তাদেরকে রাখতে হবে সর্বপ্রকার সমালোচনার ঊর্ধে, যেন কোনো প্রকার কাদার ছিটা তাদের গায়ে না লাগে, নাহলে তো তাদের 'ব্র্যান্ড ইমেজ'-ই নষ্ট হবে! পারসোনার সিসিটিভি'র ঘটনা'র বেশ কয়দিন পরে আজ প্রথম আলোতে একটা রিপোর্ট ছাপা হলো। তাও ছাপা হলো তখন, যখন 'অনাকাংক্ষিত ঘটনা'র জন্য পারসোনা একটা বিজ্ঞাপন প্রকাশ করল। আবার রিপোর্ট-টি ছাপা হলো সেই পাতায় যেই পাতায় বিজ্ঞাপন প্রকাশিত! খুব সুন্দর করে, কিছু অপ্রকাশিত সত্য রেখে রিপোর্ট-টি লিখা হলো! কোথাও উল্লেখ করা হলো না, পারসোনার সত্বাধিকারী কানিজ আলমাস-কে হাইকোর্ট লিগাল নোটিশ পাঠিয়েছে! এরাই কি তারা, যারা বদলে যাবার, বদলে দেবার কথা বলে!! সত্যি-ই সেলুকাস! কি বিচিত্র দেশ আমার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।