বুধবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ ‘হাউজ অফ লর্ডস’র উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দেবেন তিনি।
মির্জা ফখরুল বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও ব্যারিস্টার নওশাদ জমির।
শমসের মবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাউজ অব লর্ডস বাংলাদেশে দুই বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগকে সেমিনারে আমন্ত্রণ জানিয়েছে।
সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের বিমানে মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা লন্ডন রওনা হবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।