আমাদের কথা খুঁজে নিন

   

শফীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে অবরোধ

রোববার দুপুরে নগরীর বহদ্দারহাটে চট্টগ্রাম কওমি মাদ্রাসা ছাত্র পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ হুমকি দেয়া হয়।
সভায় হেফাজতের চট্টগ্রাম মহানগর শাখার প্রচার সম্পাদক আনম আহমদ উল্লাহ বলেন, আল্লামা আহমদ শফী কোনো রাজনৈতিক ব্যক্তি নয়। তিনি একজন আধ্যাত্মিক ও ধর্মীয় নেতা।
“হেফাজতে ইসলাম ক্ষমতার লোভে কিংবা কোনো প্রকার সুযোগ-সুবিধা ভোগ করার জন্য রাজপথে আন্দোলন করে না। নারীদের ইজ্জত রক্ষা করা ইসলামে অন্যতম বিধান।


এবিধান প্রতিষ্ঠার জন্যই তিনি নারীদের পর্দা সহকারে চলাফেরা করা জন্য উদ্ধুদ্ধ করে বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি।
সম্প্রতি হাটহাজারীতে আহমদ শফীর একটি বক্তৃতার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।
বক্তৃতায় শফী নারীদের চতুর্থ শ্রেণির বেশি পড়াতে নিষেধ করেন, সমালোচনা করেন সহশিক্ষার। নারীদের চাকরি না করে বাড়িতে রাখার পরামর্শ দেন তিনি। ওই বক্তৃতায় নারীদের পোশাক-আশাক নিয়ন্ত্রণ এবং জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধেও কথা বলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক।


শফীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল নিন্দা জানিয়ে তার গ্রেপ্তার দাবি করে। শেখ হাসিনাও ওই বক্তব্যকে জঘন্য বলে আখ্যায়িত করেছেন।
সভায় কওমি মাদ্রাসার ছাত্র নেতারা বলেন, আহমদ শফীর বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা বন্ধ করা না হলে রমজানের পর সারাদেশ অবরোধ করে নাস্তিকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
মো. ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনায়েদ, ইকবাল খলিল, ছালামত উল্লাহ বাবুনগরী, শিবলী নোমানী, আবু রায়হান ও মুহিব্বুল্লাহ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.