মঙ্গলবার এ মানববন্ধনে তারা শফীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে আহমেদ শফীর দেয়া বক্তব্যে সারাদেশে সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়।
সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে বেলা ১১টা থেকে আধঘণ্টার মানববন্ধন নারী, মানবাধিকার ও বেসরকারি সংস্থাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, শফীর নারী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ইসলাম সমর্থন করে না। প্রকৃত ইসলামে নারীকে যথাযথ মর্যাদা দেয়া হয়েছে।
তারা শফীর বক্তব্য প্রত্যাহারে দাবি জানান। অন্যথায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এখানে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন সামাজিক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, সাধারণ সম্পাদক আসমা আক্তার মুক্তা, সারদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদী বেগম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা বেগম মণি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. জাহানারা বেগম লিলি, জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সম্পাদক মশিউর রহমান খোকন, লালন পরিষদের
সম্পাদক সালামাত হোসেন খান, শিশু সংগঠন ফুল্কির সভাপতি অঞ্জলি বালা, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, অধ্যাপক আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী প্রমুখ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।