বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ’র উদ্যোগে এই কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, আহমদ শফীর বক্তব্য শুধু কুরুচিপূর্ণই নয়, ইসলাম ও রাষ্ট্রীয় সংবিধানের পরিপন্থী।
হাটহাজারীতে আহমদ শফীর একটি বক্তৃতার ভিডিওক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।
ওয়াজে শফী নারীদের চতুর্থ শ্রেণির বেশি পড়াতে নিষেধ করেন, সমালোচনা করেন সহশিক্ষার। নারীদের পোশাক শিল্পসহ বাইরে চাকরি না করে বাড়িতে রাখার পরামর্শ দেন তিনি।
শ্রমিক নেত্রী নাজমা আক্তার বলেন, “ছি!ছি! আহমদ শফী জীবনের অন্তিম মুহূর্তে এ কি লজ্জার কথা! আপনার এ ধরনের বক্তব্যে আপনার মা, বোন, স্ত্রী-কন্যাকে কি অপমান হলে না?
“যিনি এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন, তিনি ধর্ম সম্পর্কে জানেন না, বোঝেন না।”
মানববন্ধনে শ্রমিক নেত্রী শিরিন আখতার বলেন, “শফীর বক্তব্যে শুধু নারীরাই নয়, পুরুষরাও অপমানিত হয়েছেন।”
পোশাক শ্রমিকসহ সবার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে শ্রমিক নেতা এম কামরুল আনাম, আবুল হোসাইন, সিরাজুল ইসলাম রনিও বক্তব্য দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।