রোববার বেলা এগারটা ৩৫ মিনিটে বিমানে চট্টগ্রাম পৌঁছানোর পর সরাসরি হাটহাজারী মাদ্রাসায় যান তিনি। আহমদ শফী ওই মাদ্রাসার মহাপরিচালক।
এরশাদ মাদ্রাসায় ঢোকার পরপরই হেফাজত আমীরের কক্ষে প্রবেশ করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু, নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ এরশাদের সঙ্গে রয়েছেন।
আর হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকেও ওই কক্ষে দেখা গেছে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের দাবি, এটি এরশাদের ব্যক্তিগত সফর।
তিনি জানান, এরশাদ সাক্ষাৎ শেষে তার বাড়িতে দুপুরের খাবার খাবেন। এ সফরে কোনো সাংগঠনিক কর্মসূচিও নেই।
এদিকে শনিবার সন্ধ্যায় হেফাজত আমীর শাহ আহমদ শফী এক বিবৃতিতে বলেন, কোন রাজনৈতিক দল বা জোটের সঙ্গে হেফাজত ইসলাম জড়াবে না।
আর এরশাদও শনিনবার ঢাকায় এক অনুষ্ঠানে জানান, তার দল আর ক্ষমতাসীন মহাজোটের সঙ্গে নেই।
এর দুই দিন আগে এরশাদ নতুন রাজনৈতিক জোট করারও ইংগিত দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।