হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফীর দোয়া নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় তিনি ক্ষমতায় গেলে হেফাজতের ১৩ দফা বাস্তবায়নের চেষ্টা করবেন বলেও জানান।
আজ রোববার বেলা ১১টা ৪৮ মিনিটে এরশাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসা) মাদ্রাসায় হেফাজতের প্রধান কার্যালয়ে যান। সেখানে তাঁরা প্রায় ৫০ মিনিট বৈঠক করেন।
বৈঠকে জাতীয় পার্টির স্থানীয় সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, এরশাদের উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হাওলাদার, তপন চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান শেঠ উপস্থিত ছিলেন।
অন্যদিকে হেফাজতের পক্ষে শাহ আহমদ শফী, মহাসচিব জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির শামসুল আলম, শফীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম, হেফাজতের সাংগঠনিক সম্পাদক আনাছ মাদানী মুনির আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এরশাদ সাংবাদিকদের বলেন, ‘আমি দোয়া নেওয়ার জন্য হুজুরের সঙ্গে দেখা করতে এসেছি। আমি কোনো দিন ক্ষমতায় যেতে পারলে হেফাজতের ১৩ দফা বাস্তবায়নের চেষ্টা করব। ’ আর কয়েক দিনের মধ্যে মহাজোট ছেড়ে নতুন জোট করে সাংবাদিকদের জানানো হবে বলেও উল্লেখ করেন এরশাদ।
জুনায়েদ বাবুনগরী বলেন, এখানে এরশাদ সাহেব শুধু হুজুরের দোয়া নেওয়ার জন্য এসেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।